Blood Donation: রক্তদান করলে বাঁচবে আরও তিনটি প্রাণ আর সুস্থ থাকবে আপনার শরীর!
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 19, 2022 | 5:30 PM
রক্তদান করলে একাধিক সুবিধা পাওয়া যায়। আমেরিকান রেড ক্রসের মতে, একটি রক্তদান তিনটির মতো জীবন বাঁচাতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশে প্রতি দুই সেকেন্ডে রক্তের প্রয়োজন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায়, রক্তদানের ফলে বহু মানুষের জীবন বাঁচতে পারে। তাই রক্তদান করুন।
1 / 6
রক্তদান করলে একাধিক সুবিধা পাওয়া যায়। আমেরিকান রেড ক্রসের মতে, একটি রক্তদান তিনটির মতো জীবন বাঁচাতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মত দেশে প্রতি দুই সেকেন্ডে রক্তের প্রয়োজন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায়, রক্তদানের ফলে বহু মানুষের জীবন বাঁচতে পারে। তাই রক্তদান করুন।
2 / 6
রক্তদান করলে এটি নতুন রক্তকোষের উৎপাদন উদ্দীপিত করে। রক্তদানের পরে, শরীরের অস্থিমজ্জার সাহায্যে ৪৮ ঘণ্টার মধ্যে ফের রক্তকোষ তৈরির কাজ শুরু হয়ে যায়। নতুন রক্তকণিকা তৈরি হয় ও ৩০-৬০দিনের মধ্যে ফের লোহিত রক্তকণিকা প্রতিস্থাপন হওয়া শুরু হয়। সুতরাং, শরীরকে সুস্থ রাখতে রাখতে রক্তদান অত্যন্ত গুরুপূর্ণ ভূমিকা পালন করে।
3 / 6
দেহে আয়রন মাত্রা অতিরিক্ত পরিমাণে কমে গেলে হেমোক্রোমাটোসিসে আক্রান্ত হয় মানুষ। রক্তদান শরীরে হেমোক্রোম্যাটোসিসের বিকাশের ঝুঁকিকে হ্রাস করে।
4 / 6
দেহে প্রচুর পরিমাণে আয়রন তৈরি হলে অক্সিডেটিভের সমস্যা তৈরি হয়। এতে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো বাড়তে পারে। নিয়মিত রক্তদানের ফলে শরীরে আয়রনের মাত্রা ঠিক থাকে। এর ফলে হৃদরোগের ঝুঁকিও কমে যায়।
5 / 6
শরীরে উচ্চমাত্রার আয়রন ক্যান্সারের অন্যতম কারণ। রক্তদানের মাধ্যমে শরীরে স্বাস্থ্যকর আয়রনের স্তর বজায় থাকে, ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়।
6 / 6
হেলথলাইনের মতে, রক্তদান করলে মানসিক চাপ কম হয়। রক্তদানের আগে ফুল বডি চেকআপ (Full Body Checkup) হয়। সেই ক্ষেত্রে আপনি আপনার রক্তচাপ সম্পর্কেও জেনে নিতে পারেন। Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।