Egg Benefits: ডিম সবাই খেয়ে থাকি, তবে এই বিশেষ কিছু উপায় মেনে খেলে বেশি স্বাস্থ্যকর উপকারিতা পাওয়া যাবে…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 19, 2022 | 3:01 PM
ডিম একটি পুষ্টিকর খাবার। এটি সহজলভ্য হওয়ায় যে যোনো শ্রেণির মানুষ খেয়ে পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। এবার জেনে নিন যেভাবে ডিম খেলে বেশি উপকার পাওয়া যাবে...
1 / 5
পৃথিবীজুড়েই সকালের খাবারে অন্যতম জনপ্রিয় উপদান হল ডিম। ডিম নানাভাবে খেতে ভালবাসেন মানুষ। সিদ্ধ, স্ক্র্যাম্বলড বা ওমলেট- এরকম ডিমের প্রকারভেদের শেষ নেই।
2 / 5
ভারতীয় ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট নমামি আগরওয়াল ডিম খাওয়া নিয়ে একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি বলেছেন, ডিমের সাদা অংশ এবং কুসুম একসঙ্গে খেলেই প্রোটিন, ফ্যাট ও ক্যালরির সঠিক ভারসাম্য বজায় থাকে।
3 / 5
পোস্টের সঙ্গে নমামি একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ডিমের পোচ। সঙ্গে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘সানি সাইড আপ’। ডিমকে ‘সুপারফুড’-ও বলা হয়।
4 / 5
ডিমের মধ্যে ভিটামিন এ আছে ৬%। ভিটামিন বি ৭%, ভিটামিন বি-১২ আছে ৯%, ফসফরাস ৯%, ভিটামিন বি-২ ১৫% এবং সেলেনিয়াম আছে ২২%।
5 / 5
পুষ্টিবিদদের মতে, চিকিৎসকের নিষেধাজ্ঞা না থাকলে ডায়েটে রোজই থাকতে পারে ডিম।