মেকআপ শুরু করার আগে প্রথম কাজ হল, ভাল করে ত্বক পরিষ্কার করুন। নিজের স্কিন টাইপ অনুযায়ী ক্লিনজার বেছে নিন এবং তা দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
মুখ পরিষ্কার করার পর ত্বক এক্সফলিয়েট করুন। স্ক্রাব করলে ত্বকের মরা কোষ গুলি দূর হয়ে যায়।
স্ক্রাব করার পর মুখে বরফ ঘষুন। ত্বকে বরফ ঘষলে রক্ত চলাচল সচল থাকে।
ত্বককে হাইড্রেট রাখার জন্য টোনার ব্যবহার করুন। মেকআপের আগে ত্বককে হাইড্রেট রাখা খুব জরুরি।
চোখের মেক আপ আপনার সম্পূর্ণ লুককে পরিবর্তন করতে দিতে পারে। তাই মেকআপ শুরুর আগে চোখে আই ক্রিম লাগান। চোখকেও ময়েশ্চার রাখা খুব দরকার।
শুধু চোখ নয়, ক্লিনজিং, স্ক্রাববিং-এর পর ত্বককেও ময়েশ্চার করা খুব দরকার। সুতরাং ত্বকের ধরন অনুযায়ী মেকআপের আগে ময়েশ্চার ব্যবহার করুন।
মেকআপ শুরু করার আগে অতি আবশ্যক একটি বিষয় হল প্রাইমারের ব্যবহার। ত্বকে প্রাইমার ব্যবহার না করলে মেকআপ ত্বকে ঠিক করে বসবে না। তাই অবশ্যই মেক আপের আগে প্রাইমার ব্যবহার করুন।
মেকআপের ক্ষেত্রে ঠোঁটও খুব গুরুত্বপূর্ণ। তাই মেকআপ শুরু করার আগে চিনি বা কফি দিয়ে ঠোঁটকে স্ক্রাব করে নিন। প্রয়োজনে আপনি যে কোনও লিপি স্ক্রাবার ব্যবহার করতে পারেন। স্ক্রাব করার পরে ঠোঁটে লিপ বাম প্রয়োগ করুন।