Hair Fall in Monsoon: বর্ষায় বেড়েছে চুল পড়ার সমস্যা? জানুন সমাধান কোন পথে…
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 07, 2022 | 7:57 PM
বর্ষা একরাশ আনন্দ নিয়ে এলেও এই ঋতুতেই চুল পড়ার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। পাশাপাশি বৃষ্টিতে ভিজলে স্ক্যাল্প হয়ে ওঠে তৈলাক্ত। চুলে দেখা দেয় তৈলাক্ত ভাব। এই সমস্যাকে নিয়ন্ত্রণ করবেন কীভাবে?
1 / 6
বর্ষা একরাশ আনন্দ নিয়ে এলেও এই ঋতুতেই চুল পড়ার সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। পাশাপাশি বৃষ্টিতে ভিজলে স্ক্যাল্প হয়ে ওঠে তৈলাক্ত। চুলে দেখা দেয় তৈলাক্ত ভাব। এই সমস্যাকে নিয়ন্ত্রণ করবেন কীভাবে?
2 / 6
চুল পড়ার সমস্যা এড়াতে অনেকেই শ্যাম্পু, কন্ডিশনারে বদল আনে। কিন্তু ঘন ঘন প্রসাধনী পণ্য মোটেও চুলের জন্য ভাল নয়। এতে চুল পড়ার সমস্যা আরও বাড়তে পারে। এই ক্ষেত্রে হেয়ার প্যাকও বিশেষ ফল দিতে পারে তা কিন্তু নয়।
3 / 6
তবে শুধু যে আবহাওয়ার কারণেই চুল পড়ার সমস্যা দেখা দেয় তা কিন্তু নয়। সঠিক পণ্য ব্যবহার না করার কারণেও অনেক সময় চুল পড়ার সমস্যা দেখা দেয়। পাশাপাশি আপনি যদি গরম জল দিয়ে চুল পরিষ্কার করেন তাহলেও চুল নষ্ট হয়ে যেতে পারে।
4 / 6
বর্ষায় চুলের যত্ন নিতে হবে। কিন্তু এর পাশাপাশি বদলে আনতে হবে অভ্যাসে। মানসিক চাপের কারণেও অনেক সময় চুল পড়ার সমস্যা দেখা দেয়। মানসিক চাপের কারণে চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে না। বর্ষায় এই সমস্যা আরও বেড়ে যায়।
5 / 6
বৃষ্টিতে চুল ভেজাবেন না। বৃষ্টির জলে নানা ধরনের দূষিত পদার্থ থাকে যা চুলের ক্ষতি করে। বৃষ্টির দিনে ছাতা অবশ্যই ব্যবহার করুন। কিন্তু যদি বৃষ্টিতে ভিজে যান, তাহলে প্রথমেই চুল ভাল জল দিয়ে ধুয়ে নিন। এতে চুলের ক্ষয় কিছুটা হলেও রোধ করা যাবে।
6 / 6
বর্ষার দিনে চুল পরিষ্কার রাখুন। বর্ষায় অনেকেই তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যায় ভোগেন। এর কারণ এই ঋতুতে আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। তাই এই সময় চুলকে সব সময় পরিষ্কার রাখুন। প্রয়োজনে রাতে নারকেল তেল মেখে পরদিন সকালে শ্যাম্পু করে নিন।