Ice Facial: গরমে পার্লারে গিয়ে ফেসিয়াল করাচ্ছেন? বরফ দিয়ে করুন মুশকিল আসান

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 18, 2022 | 2:40 PM

Skin Care: গরমে ত্বকে সানবার্নের সমস্যা থেকে শুরু করে অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।

1 / 6
গরমে ত্বকে সানবার্নের সমস্যা বেশি দেখা যায়। একটু সেনসিটিভ স্কিন হলে, লাল হয়ে যাওয়া বা অ্যালার্জি কিংবা র‍্যাশের সমস্যাও দেখা দেয় এই সময়ে। এই সব সমস্যার সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।

গরমে ত্বকে সানবার্নের সমস্যা বেশি দেখা যায়। একটু সেনসিটিভ স্কিন হলে, লাল হয়ে যাওয়া বা অ্যালার্জি কিংবা র‍্যাশের সমস্যাও দেখা দেয় এই সময়ে। এই সব সমস্যার সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।

2 / 6
আইস ফেসিয়ালের সাহায্যে ত্বকের ওপেন পোর্স পরিষ্কার হওয়ার পাশাপাশি আয়তনেও সংকুচিত হয়ে যায়। এই ওপেন পোর্স আসলে রোমকূপেরই অংশ। এগুলো আয়তনে বড় হয়ে গেলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই সমস্যা দূর করতে আইস ফেসিয়ালের সাহায্য নিতে পারেন।

আইস ফেসিয়ালের সাহায্যে ত্বকের ওপেন পোর্স পরিষ্কার হওয়ার পাশাপাশি আয়তনেও সংকুচিত হয়ে যায়। এই ওপেন পোর্স আসলে রোমকূপেরই অংশ। এগুলো আয়তনে বড় হয়ে গেলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই সমস্যা দূর করতে আইস ফেসিয়ালের সাহায্য নিতে পারেন।

3 / 6
বরফের টুকরো আলতো হাতে ঘষে সারা মুখে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হয়। তাছাড়া বরফ জল টোনার হিসেবেও খুব ভালভাবে কাজ করে। আপনার ত্বক পরিষ্কারের পাশাপাশি ঔজ্বল্যও ফিরিয়ে আনে। এগুলো আইস ফেসিয়ালেরই অংশ।

বরফের টুকরো আলতো হাতে ঘষে সারা মুখে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হয়। তাছাড়া বরফ জল টোনার হিসেবেও খুব ভালভাবে কাজ করে। আপনার ত্বক পরিষ্কারের পাশাপাশি ঔজ্বল্যও ফিরিয়ে আনে। এগুলো আইস ফেসিয়ালেরই অংশ।

4 / 6
এই আইস ফেসিয়াল ব্রণর সমস্যা কমায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর পাশাপাশি গরমে ত্বকের যে তেলতেলে ভাবের সমস্যা দেখা দেয়, তাও কমে যায়। কীভাবে এই আইস ফেসিয়াল করবেন, তা কী জানেন?

এই আইস ফেসিয়াল ব্রণর সমস্যা কমায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর পাশাপাশি গরমে ত্বকের যে তেলতেলে ভাবের সমস্যা দেখা দেয়, তাও কমে যায়। কীভাবে এই আইস ফেসিয়াল করবেন, তা কী জানেন?

5 / 6
প্রথমে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের মধ্যে জমে থাকা ধুলো, বালি দূর হয়ে যাবে। এরপর একটি নরম কাপড়ে বরফের টুকরোগুলো মুড়ে ত্বকের ওপর ঘষুন। বরফ গলে গেলে ওই নরম কাপড় দিয়েই ত্বক মুছে নিন।

প্রথমে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের মধ্যে জমে থাকা ধুলো, বালি দূর হয়ে যাবে। এরপর একটি নরম কাপড়ে বরফের টুকরোগুলো মুড়ে ত্বকের ওপর ঘষুন। বরফ গলে গেলে ওই নরম কাপড় দিয়েই ত্বক মুছে নিন।

6 / 6
এরপর একটি আইসপ্যাক নিয়ে ত্বকের ওপর ১-২ মিনিট রাখুন। সারকুলার মোশনে এটা ত্বকের ওপর ঘষতেও পারেন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন। আরেকটু বেশি উপকারী পেতে আপনি গোলাপ জল বা গ্রিন টি দিয়ে বরফ বসাতে পারেন। এরপর সেই বরফের টুকরো দিয়ে ফেসিয়াল করুন।

এরপর একটি আইসপ্যাক নিয়ে ত্বকের ওপর ১-২ মিনিট রাখুন। সারকুলার মোশনে এটা ত্বকের ওপর ঘষতেও পারেন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন। আরেকটু বেশি উপকারী পেতে আপনি গোলাপ জল বা গ্রিন টি দিয়ে বরফ বসাতে পারেন। এরপর সেই বরফের টুকরো দিয়ে ফেসিয়াল করুন।

Next Photo Gallery