নতুন বছরে প্রিয়জনকে হোয়াটসঅ্যাপেই পাঠান শুভেচ্ছা বার্তা, স্টিকার-জিফ ফাইল কীভাবে পাঠাবেন জেনে নিন

| Updated on: Dec 30, 2020 | 5:21 PM
করোনা আবহে নতুন বছর আসার শুভেচ্ছা এবার ভার্চুয়ালে জানাতেই পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রিয়জনের কাছে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। স্টিকার থেকে জিফ ফাইল, পাঠানো যাবে সবকিছুই।

করোনা আবহে নতুন বছর আসার শুভেচ্ছা এবার ভার্চুয়ালে জানাতেই পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রিয়জনের কাছে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। স্টিকার থেকে জিফ ফাইল, পাঠানো যাবে সবকিছুই।

1 / 6
ক্রিসমাস উপলক্ষ্যেও স্পেশ্যাল স্টিকার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার নিউ ইয়ারের উইশ জানানোর জন্যও স্পেশ্যাল স্টিকার এবং জিফ ফাইল এনেছে ফেসবুক অধিকৃত এই ওয়েব মাধ্যম। কীভাবে এইসব স্টিকার এবং জিফ ফাইল ডাউনলোড করবেন এবং প্রিয়জনকে পাঠাবেন জেনে নিন তাঁর খুঁটিনাটি।

ক্রিসমাস উপলক্ষ্যেও স্পেশ্যাল স্টিকার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার নিউ ইয়ারের উইশ জানানোর জন্যও স্পেশ্যাল স্টিকার এবং জিফ ফাইল এনেছে ফেসবুক অধিকৃত এই ওয়েব মাধ্যম। কীভাবে এইসব স্টিকার এবং জিফ ফাইল ডাউনলোড করবেন এবং প্রিয়জনকে পাঠাবেন জেনে নিন তাঁর খুঁটিনাটি।

2 / 6
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে New Year 2021 Stickers for WhatsApp –এটা টাইপ করতে হবে। এরপর গুগল প্লে স্টোরে অসংখ্য স্টিকারের অ্যাপের অপশন দেখাবে। সেখান থেকে Happy New Year 2021 Stickers এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। মোট ছয়টি স্টিকার প্যাক রয়েছে এই অ্যাপে।

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে New Year 2021 Stickers for WhatsApp –এটা টাইপ করতে হবে। এরপর গুগল প্লে স্টোরে অসংখ্য স্টিকারের অ্যাপের অপশন দেখাবে। সেখান থেকে Happy New Year 2021 Stickers এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। মোট ছয়টি স্টিকার প্যাক রয়েছে এই অ্যাপে।

3 / 6
এরপর প্রতিটি স্টিকার প্যাক খুলে পছন্দের স্টিকার বেছে নিতে হবে। ডানদিকের কোণে একটি ‘+’ অপশন থাকবে। সেখানে ক্লিক করলে আপনার পছন্দের স্টিকার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে।

এরপর প্রতিটি স্টিকার প্যাক খুলে পছন্দের স্টিকার বেছে নিতে হবে। ডানদিকের কোণে একটি ‘+’ অপশন থাকবে। সেখানে ক্লিক করলে আপনার পছন্দের স্টিকার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে।

4 / 6
এই ‘+’ অপশনে ক্লিক করলে গ্রাহকের কাছে অনুমতি চাওয়া হবে। হোয়াটসঅ্যাপের তরফে একটি পপআপ মেসেজ পাঠিয়ে অনুমতি চাওয়া হবে যে আপনি ওই স্টিকার হোয়াটসঅ্যাপে ‘অ্যাড’ করতে চান কিনা। এরপর ওই ‘অ্যাড’ বাটনে ক্লিক করলে স্টিকার হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। চ্যাটবক্সে গেলেই আপনি পছন্দের স্টিকার খুঁজে পাবেন।

এই ‘+’ অপশনে ক্লিক করলে গ্রাহকের কাছে অনুমতি চাওয়া হবে। হোয়াটসঅ্যাপের তরফে একটি পপআপ মেসেজ পাঠিয়ে অনুমতি চাওয়া হবে যে আপনি ওই স্টিকার হোয়াটসঅ্যাপে ‘অ্যাড’ করতে চান কিনা। এরপর ওই ‘অ্যাড’ বাটনে ক্লিক করলে স্টিকার হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। চ্যাটবক্সে গেলেই আপনি পছন্দের স্টিকার খুঁজে পাবেন।

5 / 6
স্টিকার ছাড়াও পাঠাতে পারেন জিফ ফাইল। সেক্ষেত্রে প্রথমে Giphy.com ওয়েবসাইটে গিয়ে পছন্দের জিফ ফাইল বেছে নিতে হবে। এরপর পাঠানোর আগে প্রথমে জিফ ফাইলের উপর ক্লিক করতে হবে। তারপর কপি লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে ‘HTML5 Video’ লিঙ্ক পেস্ট করলেই আপনি যাঁকে নিউ ইয়ার জিফ ফাইল পাঠাতে চান তাঁর কাছে পৌঁছে যাবে।

স্টিকার ছাড়াও পাঠাতে পারেন জিফ ফাইল। সেক্ষেত্রে প্রথমে Giphy.com ওয়েবসাইটে গিয়ে পছন্দের জিফ ফাইল বেছে নিতে হবে। এরপর পাঠানোর আগে প্রথমে জিফ ফাইলের উপর ক্লিক করতে হবে। তারপর কপি লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে ‘HTML5 Video’ লিঙ্ক পেস্ট করলেই আপনি যাঁকে নিউ ইয়ার জিফ ফাইল পাঠাতে চান তাঁর কাছে পৌঁছে যাবে।

6 / 6
Follow Us: