Hair Care: শ্যাম্পু করেও যাচ্ছে না হোলির রঙ? দোল খেলার পর এভাবে যত্ন নিন চুলের

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 18, 2022 | 2:46 PM

Post-Holi Hair Care: দোলের দিন রঙের খেলায়মেতে উঠবে ছোট থেকে বড় সবাই। কিন্তু রঙের প্রভাবে ত্বক ও চুলের যা ক্ষতি হওয়ার হয়ে যায়। একবার শ্যাম্পু করেও রঙ যায় না। দোলে রঙ খেলার পর কীভাবে যত্ন নেবেন চুলের, রইল টিপস...

1 / 6
দোলের দিন রঙের খেলায়মেতে উঠবে ছোট থেকে বড় সবাই। বছরের এই দিনটিতেই জল, রঙ, প্রেম, হাসির একটি সুন্দর ফ্রেম তৈরি হয়। তারপর ত্বক ও চুলের ক্ষতি যা হওয়ার হয়ে যায়। একবার শ্যাম্পু করেও রঙ যায় না। দোলে রঙ খেলার পর কীভাবে যত্ন নেবেন চুলের, রইল টিপস...

দোলের দিন রঙের খেলায়মেতে উঠবে ছোট থেকে বড় সবাই। বছরের এই দিনটিতেই জল, রঙ, প্রেম, হাসির একটি সুন্দর ফ্রেম তৈরি হয়। তারপর ত্বক ও চুলের ক্ষতি যা হওয়ার হয়ে যায়। একবার শ্যাম্পু করেও রঙ যায় না। দোলে রঙ খেলার পর কীভাবে যত্ন নেবেন চুলের, রইল টিপস...

2 / 6
রঙ খেলে বাড়ি ঢুকেই শ্যাম্পু করে নেন? এই ভুল কাজটা একদম করবেন না। প্রথমে ফ্রেশ জল দিয়ে দিয়ে ক্রমাগত চুল ধুয়ে নিন। যতক্ষণ চুল দিয়ে রঙ বের হবে ততক্ষণ অবধি সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিন। এরপর শ্যাম্পুর পালা।

রঙ খেলে বাড়ি ঢুকেই শ্যাম্পু করে নেন? এই ভুল কাজটা একদম করবেন না। প্রথমে ফ্রেশ জল দিয়ে দিয়ে ক্রমাগত চুল ধুয়ে নিন। যতক্ষণ চুল দিয়ে রঙ বের হবে ততক্ষণ অবধি সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিন। এরপর শ্যাম্পুর পালা।

3 / 6
রাসায়নিক রঙের কারণে মাথার স্ক্যাল্পেও নানা সমস্যা দেখা দেয়। বিশেষত মাথার স্ক্যাল্পে চুলকানির সমস্যা দেখা দেয়। এর জন্য শ্যাম্পু করার পর এক মগ জলে দু’চামচ ভিনিগার মিশিয়ে ভাল করে মাথার স্ক্যাল্পে ঢালুন। এরপর আর জল দেবেন না। এতে চুলকানি থেকে আরাম পেতে পারেন।

রাসায়নিক রঙের কারণে মাথার স্ক্যাল্পেও নানা সমস্যা দেখা দেয়। বিশেষত মাথার স্ক্যাল্পে চুলকানির সমস্যা দেখা দেয়। এর জন্য শ্যাম্পু করার পর এক মগ জলে দু’চামচ ভিনিগার মিশিয়ে ভাল করে মাথার স্ক্যাল্পে ঢালুন। এরপর আর জল দেবেন না। এতে চুলকানি থেকে আরাম পেতে পারেন।

4 / 6
দোলের পর চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়। এর জন্য ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক। বাজারে অনেক ধরনের হেয়ার মাস্ক পাওয়া যায়। তবে ভাল হয় যদি আপনি ঘরে তৈরি কোনও হেয়ার মাস্ক ব্যবহার করুন।

দোলের পর চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়। এর জন্য ব্যবহার করতে পারেন হেয়ার মাস্ক। বাজারে অনেক ধরনের হেয়ার মাস্ক পাওয়া যায়। তবে ভাল হয় যদি আপনি ঘরে তৈরি কোনও হেয়ার মাস্ক ব্যবহার করুন।

5 / 6
আপনি চাইলে অ্যালোভেরা আর অলিভ অয়েলের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং কোল্ড প্রেসড অলিভ অয়েল নিন। এক সঙ্গে মিশিয়ে মিশ্রণটি সারা চুলের পাশাপাশি মাথার স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ ভালো করে ম্যাসাজ করুন। চুলের মাস্কটি ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন। এর পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। স্বাস্থ্যকর এবং চকচকে চুল পেতে সপ্তাহে দুবার ঘরে তৈরি এই অ্যালোভেরা এবং অলিভ অয়েল হেয়ার মাস্কটি ব্যবহার করতে পারেন।

আপনি চাইলে অ্যালোভেরা আর অলিভ অয়েলের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং কোল্ড প্রেসড অলিভ অয়েল নিন। এক সঙ্গে মিশিয়ে মিশ্রণটি সারা চুলের পাশাপাশি মাথার স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ ভালো করে ম্যাসাজ করুন। চুলের মাস্কটি ৩০-৪০ মিনিটের জন্য রেখে দিন। এর পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। স্বাস্থ্যকর এবং চকচকে চুল পেতে সপ্তাহে দুবার ঘরে তৈরি এই অ্যালোভেরা এবং অলিভ অয়েল হেয়ার মাস্কটি ব্যবহার করতে পারেন।

6 / 6
দোলের এই রঙের প্রভাব বেশ কিছু থাকে আমাদের চুল ও ত্বকে। চুলকে যদি আবার আগের অবস্থায় ফিরে পেতে চান তাহলে এই কদিন নিয়মিত তেল মাখুন। তেলের প্রভাবে চুল আর্দ্রতা ফিরে পাবে।

দোলের এই রঙের প্রভাব বেশ কিছু থাকে আমাদের চুল ও ত্বকে। চুলকে যদি আবার আগের অবস্থায় ফিরে পেতে চান তাহলে এই কদিন নিয়মিত তেল মাখুন। তেলের প্রভাবে চুল আর্দ্রতা ফিরে পাবে।

Next Photo Gallery
Homemade Face Packs: ত্বক তরুণ আর কোমল রাখতে চান? ট্রাই করুন স্ট্রবেরির ফেসপ্যাক
Holi Celebration: বিয়ের পর প্রথম হোলি, রঙিন সম্পর্কে রাঙা বি-টাউনের সেলেব দম্পতি