TV9 Bangla Digital | Edited By: megha
Feb 15, 2023 | 2:45 PM
আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা বাড়ছে। বসন্তের আমেজ চারদিকে। তার সঙ্গে পরিবতন হচ্ছে ত্বক। আর্দ্রতা ধীরে ধীরে বাড়লেও ত্বকের জন্য সঠিক ময়েশ্চারাইজার জরুরি। কারণে বসন্তেও শুষ্ক ত্বক, চুলকানি, র্যাশের সমস্যা দেখা দেয়।
গোটা শীতে জুড়ে যেমন নারকেল তেল আপনার সঙ্গী ছিল, তেমন বসন্তেও এই উপাদানের সঙ্গ ছাড়বেন না। বসন্তের রূপচর্চায় চিরসঙ্গী হতে পারে নারকেল তেল। ত্বকের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে এই উপাদানের জুড়ি মেলা ভার।
নারকেল তেলের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং, নারকেল তেল ব্যবহার করলে আপনিই উপকার পাবেন। ত্বকের পাশাপাশি আরও নানা উপায়ে আপনি নারকেল তেলকে কাজে লাগাতে পারেন।
চুলের ক্ষেত্রে নারকেল তেলকে কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পর হাতের তালুতে অল্প পরিমাণ নারকেল তেল নিন এবং সেটা গোটা চুলে লাগিয়ে নিন। এরপর চুল ধুয়ে নিন। এতে অতিরিক্ত তেল ধুয়ে বেরিয়ে যাবে।
শীত চলে গেলেও খুশকির সমস্যা পিছু ছাড়ে না। বসন্তে খুশকির সমস্যা দূর করতে নারকেল তেল ব্যবহার করুন। নারকেল তেল অল্প পরিমাণে গরম করুন। তারপর সেটা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন।
শীত গেলেও ত্বকের আর্দ্রতা চটজলদি ফিরে আসে না। বসন্তে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে নারকেল তেল ব্যবহার করুন। কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মুখে মেখে নিন। রাতে ঘুমনোর আগে এই উপায় কাজে লাগালে বেশি উপকার পাবেন।
বসন্তেও ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। ঠোঁটের যত্ন নিতে লিপ বামের পাশাপাশি নারকেল তেল ব্যবহার করুন। ২ ফোঁটা নারকেল তেল নিয়ে ঠোঁটে বুলিয়ে নিন। এতে ঠোঁট ফাটার সমস্যা দূর হয়ে যাবে।
বডি লোশনের বদলে আপনি নারকেল তেলের উপর ভরসা রাখতে পারেন। বসন্তেও চামড়ায় টান ধরে। গা-হাত-পায়ে খড়ি ফুটে ওঠে। এই সময় নারকেল তেল মেখে স্নান করলে উপকার পেতে পারেন।