Essential Oils: রোদের অভাবে শোয়ার ঘরে ভ্যাপসা গন্ধ ছাড়ছে? এসেনশিয়াল অয়েলের কামালে হবে সমাধান
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 20, 2022 | 6:10 PM
Lifestyle Tips: বর্ষায় ত্বকের হাজারো সমস্যা দেখা দেয়। পাশাপাশি আবহাওয়া স্যাঁতস্যাঁত হওয়ার কারণে ঘরে এবং জামা-কাপড় থেকে বিশ্রী গন্ধ বের হতে থাকে। এই ক্ষেত্রে এসেনশিয়াল অয়েল হয়ে উঠতে পারে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
1 / 7
বর্ষায় ত্বকের হাজারো সমস্যা দেখা দেয়। পাশাপাশি আবহাওয়া স্যাঁতস্যাঁত হওয়ার কারণে ঘরে এবং জামা-কাপড় থেকে বিশ্রী গন্ধ বের হতে থাকে। এই ক্ষেত্রে এসেনশিয়াল অয়েল হয়ে উঠতে পারে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কীভাবে ভাবছেন? চলুন দেখে নেওয়া যাক...
2 / 7
বর্ষায় ত্বকের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। বৃষ্টির কাদাজল পায়ে লেগে নানা সমস্যা দেখা দিতে পারে। এই ক্ষেত্রে গরম জলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে পা পরিষ্কার করে নিন। এই এসেনশিয়ালের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ত্বককে জীবাণুর হাত থেকে রক্ষা করবে।
3 / 7
বর্ষায় ওপেন পোরস, তৈলাক্ত ত্বক, ব্রণর সমস্যাও বেড়ে যায়। পাশাপাশি একজিমার সমস্যাও দেখা দেয়। এই ক্ষেত্রে আপনি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। স্কিন কেয়ার রুটিনে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলকে যোগ করুন।
4 / 7
পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলও ত্বকের উপর দারুণ কাজ করে। এই এসেনশিয়াল অয়েলের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা বর্ষার সময় হওয়া ত্বকের যাবতীয় সমস্যা থেকে রেহাই দেয়।
5 / 7
এই মরশুমে বৃষ্টির দেখা মেলা সহজ কাজ নয়। বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেড়ে যায়। ফলে ঘরের মধ্যেও ভ্যাপসা গন্ধ তৈরি হয়। চন্দন কিংবা লেমন এসেনশিয়াল অয়েলকে আপনি রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারেন।
6 / 7
এসেনশিয়াল অয়েল দিয়ে রুম ফ্রেশনার তৈরি করার জন্য একটি স্প্রে বোতল নিন। দু'কাপ সাধারণ জল নিন। এতে ১০-১২ ফোঁটা আপনার পছন্দমতো এসেনশিয়াল অয়েল যোগ করুন। এবার গোটা ঘরে এই রুম ফ্রেশনার স্প্রে করে নিন।
7 / 7
আপনি জামাকাপড়ের দুর্গন্ধ দূর করতেও এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন। জামাকাপড় ধোওয়ার সময় ওয়াশিং মেশিনে কিংবা সাবান জলে কয়েকফোঁটা ইউক্যালিপটাস কিংবা লেমনগ্রাসের এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। তাহলেও কাজ হয়ে যায়।