World Mosquito Day:ডেঙ্গি-ম্যালেরিয়া-চিকুনগুনিয়া থাকবে হাজার মিটার দূরে! প্রাকৃতিক উপায়ে মশার থেকে বাঁচবেন কীভাবে?
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 20, 2022 | 6:06 PM
Natural Repellents: বর্ষার মরসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি মশার উপদ্রবও ততধিক বেড়ে যায়। আর তা থেকে মারাত্মক অসুখ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
1 / 10
বর্ষার মরসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি মশার উপদ্রবও ততধিক বেড়ে যায়। আর তা থেকে মারাত্মক অসুখ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মত মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে। এ কারণেই এমন আর্দ্রপূর্ণ আবহাওয়ায় মশা এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
2 / 10
প্রতি বছর ২০ অগস্ট বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হয়। প্রকৃতপক্ষে এই দিনটিতে ম্যালেরিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পালন করা হয়। মশার কামড় থেকে সৃষ্ট এই রোগ ভারতে এখনও বেশ পরিচিত।
3 / 10
রিপোর্ট অনুসারে, প্রতি বছর প্রায় ৪,৩৫,০০০ মানুষ ম্যালেরিয়ায় মারা যায়। শুধু তাই নয়, এটি বিশ্বাস করা হয় যে, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ২১৯ মিলিয়ন ম্যালেরিয়ার ঘটনা ধরা পড়ে।
4 / 10
মশা থেকে বাঁচার উপায় কি? বাজারে মশার থেকে বাঁচার অনেক ধরণের পণ্য পাওয়া গেলেও। সেগুলিতে রাসায়নিক উপাদান থাকে। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে, যা আপনাকে মশার হাত থেকে রক্ষা করতে পারে। কামড়ের ফলে সৃষ্ট মারাত্মক রোগ প্রতিরোধ করতে পারে।
5 / 10
লেবু-ইউক্য়ালিপটাস তেল: NCBI-এর রিপোর্ট অনুযায়ী, এই তেল ত্বকে লাগানো যেতে পারে। মনে রাখবেন, এটি নারকেল তেল বা জোজোবা তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে প্রয়োগ করতে পারেন। ক্ষত, ব্রণ বা ত্বকের যে কোনও অংশে রক্তপাত হলে তা সেখানে তেল প্রয়োগ করা এড়িয়ে চলুন। প্রায় তিন থেকে চার ঘণ্টার জন্য একশো শতাংশ মশা তাড়ানোর ক্ষমতা রাখে।
6 / 10
পুদিনা তেল: মশার থেকে দূরে থাকতে নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে এই তেল মিশিয়ে প্রয়োগ করতে হয়। লেমন গ্রাস অয়েলের ক্ষেত্রেও তাই। এই তেলগুলি আপনার ঘরে ডিফিউজার হিসেবে কাজ করে। ডেঙ্গিও ম্যালেরিয়া প্রতিরোধের জন্য এই তেল কার্যকরী।
7 / 10
ল্য়াভেন্ডার তেল:এই তেল ব্য়বহার করলে ঘুমের মত ঝিুমনি তৈরি হয় ও মশা তাড়াকেও দারুণ কার্যকরী। এটি একটি প্রশান্তিমূলক প্রভাব ও তীব্র গন্ধ থাকে, যা তিন থেকে চার ঘণ্টার জন্য ৮০ থেকে ৯০ শতাংশ মশা তাড়ায়।
8 / 10
নিম তেল: NIH-তে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, মশা তাড়ানোর জন্য নিমের তেল সবচেয়ে কার্যকরী তেল। অন্য যে কোনও তেলের সঙ্গে মিশিয়ে সরাসরি ত্বকে লাগাতে পারেন। এতে মশা পালায় ১০০ শতাংশ।
9 / 10
থাইম তেল: এই তেল মশা তাড়াতে একটি দুর্দান্ত বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া মশা তাড়াতে ও ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধ করতে বাড়ির চারপাশে শুকনো অরিগ্যানো পাতা পোড়াতেও পারেন।
10 / 10
জল জমা হতে দেবেন না কখনও: সম্ভব হলে বাড়িতে ও বাড়ি চারপাশে এলাকার কোথাও জল জমতে দেবেন না। প্রবাহিত জলের মধ্যে মশার বংশবৃদ্ধি করা কঠিন।হিমায়িত জলেও এরা বংশ বৃদ্ধি করতে পারে।