AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eye Makeup: রোজের লুকে আনুন টুইস্ট! পুরনো কাজল দিয়ে করুন নতুন ৪টি স্টাইল

মেকআপ নিয়ে এখন বিশ্বজুড়ে শিল্পীরা এক্সপেরিমেন্ট করেন। এখন শুধু চোখের নীচে সীমাবদ্ধ নেই কাজল। বরং ভিন্ন উপায়ে চোখকে সুন্দর করে তুলতে কাজল পরা হয়।

| Edited By: | Updated on: Jun 19, 2022 | 11:54 AM
Share
যতই তাড়া থাকুক না কেন, কাজল আর লিপস্টিক ছাড়া বাড়ির বাইরে পা রাখেন না অনেকেই। আবার যে মেয়েটা মেকআপ একদম পছন্দ করে না, বিশেষ দিনে সেও চোখে টেনে নেয় কাজল। আসলে মেকআপের প্রতি ভালবাসা শুরু হয় কাজলের হাত ধরে। কিন্তু রোজ একই স্টাইলে কাজল পরেন?

যতই তাড়া থাকুক না কেন, কাজল আর লিপস্টিক ছাড়া বাড়ির বাইরে পা রাখেন না অনেকেই। আবার যে মেয়েটা মেকআপ একদম পছন্দ করে না, বিশেষ দিনে সেও চোখে টেনে নেয় কাজল। আসলে মেকআপের প্রতি ভালবাসা শুরু হয় কাজলের হাত ধরে। কিন্তু রোজ একই স্টাইলে কাজল পরেন?

1 / 6
মেকআপ নিয়ে এখন বিশ্বজুড়ে শিল্পীরা এক্সপেরিমেন্ট করেন। এখন শুধু চোখের নীচে সীমাবদ্ধ নেই কাজল। বরং ভিন্ন উপায়ে চোখকে সুন্দর করে তুলতে কাজল পরা হয়। এতে দেখতেও স্টাইলিশ লাগে আবার একঘেঁয়েমি কেটে যায়। কী-কী ভাবে কাজল পরতে পারবেন চোখে, দেখে নিন...

মেকআপ নিয়ে এখন বিশ্বজুড়ে শিল্পীরা এক্সপেরিমেন্ট করেন। এখন শুধু চোখের নীচে সীমাবদ্ধ নেই কাজল। বরং ভিন্ন উপায়ে চোখকে সুন্দর করে তুলতে কাজল পরা হয়। এতে দেখতেও স্টাইলিশ লাগে আবার একঘেঁয়েমি কেটে যায়। কী-কী ভাবে কাজল পরতে পারবেন চোখে, দেখে নিন...

2 / 6
২০২২-এ দাঁড়িয়ে কাজল দিয়ে সবচেয়ে হট স্টাইল হল স্মাজড লুক। চোখের তলায় হোক বা চোখের পাতায় স্মাজড লুকে আপনাকে স্টাইলিশ দেখাতে বাধ্য। প্রথমে কাজল পরুন, তারপর অ্যাঙ্গলড ব্রাশ দিয়ে আলতো স্মাজ করে নিন। প্রয়োজনে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।

২০২২-এ দাঁড়িয়ে কাজল দিয়ে সবচেয়ে হট স্টাইল হল স্মাজড লুক। চোখের তলায় হোক বা চোখের পাতায় স্মাজড লুকে আপনাকে স্টাইলিশ দেখাতে বাধ্য। প্রথমে কাজল পরুন, তারপর অ্যাঙ্গলড ব্রাশ দিয়ে আলতো স্মাজ করে নিন। প্রয়োজনে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।

3 / 6
উইংড লাইনার পরতে ভালবাসেন? তাহলে চোখের উপরের পাতার পাশাপাশি চোখের নীচের পাতাতেও কাজল দিয়ে উইং এঁকে নিন। প্রথমে চোখের উপরের পাতায় উইং আঁকবেন, তারপর নীচের পাতায়। এতে গ্ল্যামারাস দেখাবে।

উইংড লাইনার পরতে ভালবাসেন? তাহলে চোখের উপরের পাতার পাশাপাশি চোখের নীচের পাতাতেও কাজল দিয়ে উইং এঁকে নিন। প্রথমে চোখের উপরের পাতায় উইং আঁকবেন, তারপর নীচের পাতায়। এতে গ্ল্যামারাস দেখাবে।

4 / 6
স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন? নানা ভাবে মেকআপ পণ্য ব্যবহার করেন? তাহলে কাজল দিয়ে গ্রাফিক করে নিতে পারেন। চোখের উপরের পাতা ও নীচের পাতায় গ্রাফিক লাইন এঁকে নিন কাজল দিয়ে।

স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন? নানা ভাবে মেকআপ পণ্য ব্যবহার করেন? তাহলে কাজল দিয়ে গ্রাফিক করে নিতে পারেন। চোখের উপরের পাতা ও নীচের পাতায় গ্রাফিক লাইন এঁকে নিন কাজল দিয়ে।

5 / 6
মোটা করে গাঢ় কাজল পরলে ভাবছেন খারাপ দেখাবে? একদমই নয়। এই স্টাইল কখনও পুরনো হয় না। বরং এটা নাটকীয় লুক তৈরি হয়। প্রথমে চোখের নীচের পাতায় মোটা করে কাজল পরুন, তারপর উইং এঁকে উপরের পাতার কাজলের সঙ্গে মিশিয়ে দিন।

মোটা করে গাঢ় কাজল পরলে ভাবছেন খারাপ দেখাবে? একদমই নয়। এই স্টাইল কখনও পুরনো হয় না। বরং এটা নাটকীয় লুক তৈরি হয়। প্রথমে চোখের নীচের পাতায় মোটা করে কাজল পরুন, তারপর উইং এঁকে উপরের পাতার কাজলের সঙ্গে মিশিয়ে দিন।

6 / 6