Bollywood Movie: হিন্দি রিমেক তৈরি করা হবে শীঘ্রই । এই খবর সামনে আসার পর থেকেই প্রত্যেকের মনে প্রশ্ন, তবে কি হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ আবারও থাকতে চলেছেন একই ছবিতে।
পাশাপাশি হৃত্বিক রোশন ও টাইগারের অনবদ্য লোক সকলকে তাক লাগিয়েছিল পরতে-পরতে। এরপর এই জুটিকে নিয়ে কবে ছবি হবে সে কৌতুহল আবারও দেখা দেয় ভক্ত মনে।