‘হ্যাপি বার্থ ডে ডুগ্গু’, ব্রেন সার্জারি, শিরদাঁড়ার সমস্যাও দমাতে পারেনি এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’-এর নাচের প্যাশন

চেনস্মোকার ছিলেন হৃতিক। বার পাঁচেক ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। তবে হাল ছাড়েননি। ২০১১ সালে শেষ পর্যন্ত ধূমপান ত্যাগ করেন অভিনেতা।

| Updated on: Jan 10, 2021 | 9:31 AM
বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক হৃতিক রোশনের আজ জন্মদিন। হৃতিকের ডাকনাম যে ডুগ্গু সে কথা প্রায় সকলেই জানেন। তবে অভিনেতার আসল নাম কিন্তু হৃতিক রোশন নয়। বরং হৃতিকের আসল নাম হৃতিক নাগরাথ।

বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক হৃতিক রোশনের আজ জন্মদিন। হৃতিকের ডাকনাম যে ডুগ্গু সে কথা প্রায় সকলেই জানেন। তবে অভিনেতার আসল নাম কিন্তু হৃতিক রোশন নয়। বরং হৃতিকের আসল নাম হৃতিক নাগরাথ।

1 / 9
মাত্র ছ’বছর বয়সে প্রথম পে-চেক পেয়েছিলেন হৃতিক রোশন। ১৯৮০ সালে জীতেন্দ্রর ছবি ‘আশা’-তে জীতেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন হৃতিক। পেয়েছিলেন ১০০ টাকার পে-চেক। আর তাই দিয়ে কিনেছিলেন ১০টা হট হুইলস কার। ছোট থেকেই গাড়ির ব্যাপারে প্যাশনেট ছিলেন তিনি।

মাত্র ছ’বছর বয়সে প্রথম পে-চেক পেয়েছিলেন হৃতিক রোশন। ১৯৮০ সালে জীতেন্দ্রর ছবি ‘আশা’-তে জীতেন্দ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন হৃতিক। পেয়েছিলেন ১০০ টাকার পে-চেক। আর তাই দিয়ে কিনেছিলেন ১০টা হট হুইলস কার। ছোট থেকেই গাড়ির ব্যাপারে প্যাশনেট ছিলেন তিনি।

2 / 9
বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন হৃতিক। তারপর কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পড়া শেষ করেন মুম্বইয়ের সিডেনহাম কলেজ থেকে। এরপরই স্কলারশিপ নিয়ে ইউএসএ-তে মাস্টার্স ডিগ্রি পড়তে যান হৃতিক। তবে এই পড়াশোনা ছিল অভিনেতা হওয়ার হাতেখড়ি।

বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন হৃতিক। তারপর কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পড়া শেষ করেন মুম্বইয়ের সিডেনহাম কলেজ থেকে। এরপরই স্কলারশিপ নিয়ে ইউএসএ-তে মাস্টার্স ডিগ্রি পড়তে যান হৃতিক। তবে এই পড়াশোনা ছিল অভিনেতা হওয়ার হাতেখড়ি।

3 / 9
চেনস্মোকার ছিলেন হৃতিক। বার পাঁচেক ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। তবে হাল ছাড়েননি। ২০১১ সালে শেষ পর্যন্ত ধূমপান ত্যাগ করেন অভিনেতা। অ্যালান কারের একটি বই ‘ইজি ওয়ে টু স্টপ স্মোকিং’ তাঁকে দারুণ ভাবে সাহায্য করেছিল বলে জানিয়েছেন হৃতিক।

চেনস্মোকার ছিলেন হৃতিক। বার পাঁচেক ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। তবে হাল ছাড়েননি। ২০১১ সালে শেষ পর্যন্ত ধূমপান ত্যাগ করেন অভিনেতা। অ্যালান কারের একটি বই ‘ইজি ওয়ে টু স্টপ স্মোকিং’ তাঁকে দারুণ ভাবে সাহায্য করেছিল বলে জানিয়েছেন হৃতিক।

4 / 9
হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

5 / 9
২০০০ সালে রিলিজ হয়েছিল হৃতিকের প্রথম ছবি ‘কহো না প্যার হ্যায়’। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। হিট ছবির পাশাপাশি বলিউডকে ‘আইকনিক’ ড্যান্স স্টেপ উপহার দিয়েছেন হৃতিক রোশন। ভারতের হায়েস্ট পেড অভিনেতাদের মধ্যে হৃতিক একজন। সোশ্যাল মিডিয়ায় অগুনতি ফলোয়ারের পাশাপাশি লন্ডনের মাদাম তুসোয় মোমের মূর্তিও রয়েছে হৃতিকের।

২০০০ সালে রিলিজ হয়েছিল হৃতিকের প্রথম ছবি ‘কহো না প্যার হ্যায়’। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। হিট ছবির পাশাপাশি বলিউডকে ‘আইকনিক’ ড্যান্স স্টেপ উপহার দিয়েছেন হৃতিক রোশন। ভারতের হায়েস্ট পেড অভিনেতাদের মধ্যে হৃতিক একজন। সোশ্যাল মিডিয়ায় অগুনতি ফলোয়ারের পাশাপাশি লন্ডনের মাদাম তুসোয় মোমের মূর্তিও রয়েছে হৃতিকের।

6 / 9
এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’-এর খেতাব বহুবার পেয়েছেন হৃতিক রোশন। মহিলা মহলে তাঁর ভক্তের সংখ্যা অগুনতি। দর্শক তাঁকে গ্রিক গড বলে ডাকে। ফ্যাশনের ব্যাপারে বরাবরের ট্রেন্ডি হৃতিক ২০১৩ সালে নিজের ব্র্যান্ড ‘এইচআরএক্স’ লঞ্চ করেন।

এশিয়ার ‘সেক্সিয়েস্ট ম্যান’-এর খেতাব বহুবার পেয়েছেন হৃতিক রোশন। মহিলা মহলে তাঁর ভক্তের সংখ্যা অগুনতি। দর্শক তাঁকে গ্রিক গড বলে ডাকে। ফ্যাশনের ব্যাপারে বরাবরের ট্রেন্ডি হৃতিক ২০১৩ সালে নিজের ব্র্যান্ড ‘এইচআরএক্স’ লঞ্চ করেন।

7 / 9
ছোটবেলার বান্ধবী সুজান খানকেই ২০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেছিলেন হৃতিক রোশন। ১২ বছর বয়স থেকেই তাঁরা একে অন্যকে চিনতেন। কিন্তু সুজানের সঙ্গে বিয়েটা টেঁকেনি তাঁর। বিয়ের ১৪ বছরের মাথায় ডিভোর্স হয় হৃতিক-সুজানের। যদিও সন্তানদের নিয়ে এখনও একসঙ্গেই ঘুরতে যান এই তারকা দম্পতি।

ছোটবেলার বান্ধবী সুজান খানকেই ২০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেছিলেন হৃতিক রোশন। ১২ বছর বয়স থেকেই তাঁরা একে অন্যকে চিনতেন। কিন্তু সুজানের সঙ্গে বিয়েটা টেঁকেনি তাঁর। বিয়ের ১৪ বছরের মাথায় ডিভোর্স হয় হৃতিক-সুজানের। যদিও সন্তানদের নিয়ে এখনও একসঙ্গেই ঘুরতে যান এই তারকা দম্পতি।

8 / 9
সুরের পরিবার থেকেই এসেছেন হৃতিক। অভিনেতার ঠাকুরদা রোশন লাল নাগরাথ এবং ঠাকুমা ইরা নাগরাথ ছিলেন বিখ্যাত ক্লাসিক্যাল মিউজিক কম্পোজার। হৃতিকের কাকা রাজেশ রোশনও বলিউডের নামি সঙ্গীত পরিচালক। তবে হৃতিক সুরের দিকে যাননি। বরং পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয় আর নাচকে।

সুরের পরিবার থেকেই এসেছেন হৃতিক। অভিনেতার ঠাকুরদা রোশন লাল নাগরাথ এবং ঠাকুমা ইরা নাগরাথ ছিলেন বিখ্যাত ক্লাসিক্যাল মিউজিক কম্পোজার। হৃতিকের কাকা রাজেশ রোশনও বলিউডের নামি সঙ্গীত পরিচালক। তবে হৃতিক সুরের দিকে যাননি। বরং পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয় আর নাচকে।

9 / 9
Follow Us: