ISL 2021-22: হায়দরাবাদ নাকি কেরালা কারা হবে নতুন আইএসএল চ্যাম্পিয়ন? উত্তর মিলবে আজ রাতেই
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 20, 2022 | 5:25 PM
আর কিছুক্ষণের অপেক্ষা। ফতোরদা স্টেডিয়ামে আজ সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে আইএসএলের (ISL) ফাইনালে মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স। দুই দলই এর আগে আইএসএল চ্যাম্পিয়ন হয়নি। ফলে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় রয়েছে গোটা দেশ।
1 / 4
কেরালা ব্লাস্টার্সের এর আগে আইএসএল ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ ও ২০১৬ সালের আইএসএল ফাইনালে পৌঁছেছিল কেরালা। কিন্তু দু'বারই এটিকের কাছে হেরে যেতে হয়েছিল কেরালাকে। এ বার তাদের সামনে রয়েছে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ।
2 / 4
এ বারের আইএসএলের সেমিফাইনালে লিগ টেবলের শীর্ষে থাকা জামশেদপুর এফসিকে ২-১ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে কেরালা ব্লাস্টার্স।
3 / 4
এই প্রথম বার আইএসএল ফাইনালে উঠেছে হায়দরাবাদ এফসি। সেমি ফাইনালে এটিকে মোহনবাগানকে ৩-২ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে হায়দরাবাদ। ৩২ বছর বয়সী হায়দরাবাদের গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি এ বারের আইএসএলে এখনও অবধি সব থেকে বেশি সেভ (৫৮) করেছেন।
4 / 4
এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব থেকে বেশি গোল করেছেন হায়দরাবাদের বার্থেলোমিউ ওগবেচে। ফাইনালের আগে পর্যন্ত এই মরসুমে ওগবেগে ১৯ টি ম্যাচে খেলে ১৮টি গোল করেছেন। শুধু তাই নয়, ক্লাব হিসেবেও এ বারের আইএসএলে সবথেকে বেশি গোল (৪৬টি) এসেছে হায়দরাবাদের পক্ষ থেকেই।