Aparna Sen: ‘৩৬ চরঙ্গী লেন’ থেকে ‘দ্যা রেপিস্ট’, জেনে নিন কোন কোন সিনেমার ক্যাপটেন অপর্ণা সেন?
আজ সোমবার (২৫.১০.২০২১) ৭৫ বছর বয়সে পা দিলেন ভারতের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী, চিত্র পরিচালক অপর্ণা সেন। অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করলেও পরিচালক অপর্ণা সেন উজাড় করে দিয়েছেন সিনেমার ঝুলি। তাঁর একাধিক ছবি পেয়েছে জাতীয় পুরস্কার। আজ তাঁর জন্মদিনে দেখে নিন কোন কোন কালজয়ী ছবি পরিচালনা করেছেন তিনি।