Nausea and Vomiting: গাড়িতে উঠলে আপনার বাচ্চার বমি বমি ভাব হয়? এই কয়েকটা ঘরোয়া উপায়ে এই অবস্থার নিরাময় সম্ভব…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 25, 2021 | 8:56 AM
অনেক বাচ্চারই গাড়িতে উথলেই গা গোলাতে থাকে। বমি বমি ভাব তৈরি হয়। অনেকে আবার বমি করেও দেয়। বমি করে দেওয়াটা কিছুটা স্বস্তির হলেও বমি বমি ভাব খুব অস্বস্তি দিতে পারে...
1 / 6
এক কাপ চালের ভাত তৈরি করে, তার ফ্যানটিও নুন দিতে খেতে পারেন। যদি পেটের সমস্যার কারণে বমিভাব হয়ে থাকে, তাহলে এই টোটকা ভাল কাজ করে।
2 / 6
এক চা চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিন। তারপর গুঁড়ো করে নিন। জিরে গুঁড়ো গরম জলে মিশিয়ে বাচ্চাকে চুমুক দিতে বলুন।
3 / 6
ছোট এলাচ চিবিমে খাওয়া যেতে পারে। এলাচের গন্ধে মাথা ধরা বা গা গোলানো ভাব অনেকটা কমে যায়। এছাড়াও অনেকটা সতেজ লাগে এলাচ চিবিয়ে খাওয়ার পর।
4 / 6
বাচ্চার বমি ভাব কমাতে পিঁয়াজের রস দারুণ কাজ করে। সম পরিমাণে পেঁয়াজ এবং আদার রস মিশিয়ে বাচ্চাকে মাঝে মাঝে খাওয়ান।
5 / 6
অল্প দারুচিনি গুঁড়ো জলে ফুটিয়ে চা বানিয়ে চুমুক দিতে পারেন আপনার বমি ভাব থাকলে, বাচ্চাকেও খাওয়াতে পারেন।
6 / 6
বাসে বা গাড়িতে ওঠার আগে বাচ্চার মুখে লবঙ্গ দিয়ে দিন। জিভের তলায় রাখতে বলুন। এর ফলে মুখে একটা সুগন্ধ থাকে আর তা শরীরে ছড়িয়ে যায়। যার ফলে চুয়া ঢেকুর বা অম্বলের কারণে অস্বস্তির সম্ভাবনা কমে যায়।