Bangla News Photo gallery Guru Pradosh Vrat 2023: If you want to get rid of the obstacles of Rahu Ketu, then do these measures on Pradosh Vrat
Guru Pradosh Vrat 2023: রাহু-কেতুর প্রকোপ থেকে মুক্তি দেবে গুরু প্রদোষ ব্রত! আষাঢ় মাসের এই ব্রতে মেনে চলুন ৩ কাজ!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jun 15, 2023 | 3:18 PM
Hindu Rituals: মহাদেবের আশীর্বাদ পেতে হলে প্রদোষ ব্রতের দিন বেশ কিছু কাজ মেনে চলা উচিত। এইকাজগুলি মেনে চললে রাহু-কেতু দোষের প্রকোপ থেকে বঞ্চিত হয়। সেই সহজ কাজগুলি কী কী, তা জেনে নেওয়া দরকার।
1 / 8
ভোলেনাথের ভক্তদের কাছে আজকের দিনটি অত্যন্ত শুভ। কারণ, ধর্মীয় বিশ্বাস, গুরু প্রদোষ ব্রত পালন করলে ভক্তদের দুহাত তুলে আশীর্বাদ প্রদান করেন মহাদিদেব। শিবের কৃপায় ভক্তদের সমস্ত খারাপ কাজ মুক্তি দেন। দেবী পার্বতী সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রদান করেন ভক্তদের।
2 / 8
আজ গুরু প্রদোষ ব্রত। এই দিনে নিয়ম-কানুন মেনে ভগবান মহাদেব ও দেবী পার্বতীর পুজো করা হয়। পুজোর পাশাপাশি উপবাসও পালন করা হয়। এ বছর প্রদোষ ব্রত পালিত হচ্ছে ১৫ জুন, বৃহস্পতিবার।
3 / 8
ধর্মীয় বিশ্বাস যে গুরু প্রদোষ ব্রত পালন করলে উপবাসকারী ভগবান শিবের আশীর্বাদ পান। তাই ভক্তরা ভক্তিভরে মহাকালের পুজো পাঠ করেন। প্রদোষ ব্রত নিয়েও রয়েছে বিশেষ প্রতিকার। এই প্রতিকার মেনে চললে পার্থিব সুখ লাভ করেন ভক্তরা।
4 / 8
মহাদেবের আশীর্বাদ পেতে হলে প্রদোষ ব্রতের দিন বেশ কিছু কাজ মেনে চলা উচিত। এইকাজগুলি মেনে চললে রাহু-কেতু দোষের প্রকোপ থেকে বঞ্চিত হয়। সেই সহজ কাজগুলি কী কী, তা জেনে নেওয়া দরকার।
5 / 8
যদি আপনি পারিবারিক কলহের কারণে অতিষ্ঠ হয়ে পড়েন তাহলে গুরু প্রদোষ ব্রতে জলে কালো তিল ও গুড় মিশিয়ে মহাদেবকে জলাভিষেক করুন। এই প্রতিকার করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হয়। সেই সঙ্গে বৈবাহিক
6 / 8
কখনও কখনও কুনজরের কারণে গৃহের আর্থিক উন্নতি থেকে বঞ্চিত হতে পারেন। যদি অশুভ দৃষ্টি বা বাস্তু দোষে পারিবারিক ও আর্থিক সমস্যা তৈরি হয়, তাহলে গুরু প্রদোষ ব্রতে কিছু প্রতিকার মেনে চলুন। গুরু প্রদোষ ব্রতের দিন শিবের পুজো অবশ্যই করুন। সঙ্গে কালো তিল দান করুন। এই প্রতিকার মেনে চললে পরিবারে কল্যাণ ও শ্রী ফিরে আসে।
7 / 8
পরিবারের কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন, তাহলে সুস্বাস্থ্যের জন্য গুরু প্রদোষ ব্রতের দিন ভগবান শিবের পুজোর সময় কিছু নিয়ম মেনে চলুন। শিব বন্দনা করার সময় শুকনো নারকেল নিবেদন করুন। এই সময়ে ভক্তের জীবনে মঙ্গল এবং শুভ সব ঘটনা ঘটতে পারে।
8 / 8
যদি রাহু-কেতুর অশুভ প্রভাবে অস্থির হয়ে থাকেন, তাহলে গুরু প্রদোষ ব্রতে জলে কালো তিল, বেলপত্র ও গঙ্গাজল মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। এই সময় 'ওম নমঃ শিবায়' মন্ত্রটি জপ করুন। অশুভ গ্রহের প্রভাব শেষ করতে এদিন অবশ্যই এই প্রতিকার মেনে শিবলিঙ্গ পুজো করা উচিত।