Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu remedies in Sawan: সৌভাগ্য বৃদ্ধির জন্য শ্রাবণ মাসেই ঘরে আনুন এই ৫ জিনিস! মানুন বাস্তুশাস্ত্র

Sawan 2023: বাস্তুশাস্ত্র মতে শ্রাবণ মাস হল গৃহের জন্য দুর্দান্ত সময়। এই সময় বাস্তুমতে বেশ কিছু টোটকা মেনে চললে সৌভাগ্য় বৃদ্ধি পায়। কী কী প্রতিকার মানবেন, তা জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Aug 06, 2023 | 11:07 AM
জীবনে সৌভাগ্য ও শান্তি ফেরাতে কে না চায়? তাই জীবনে ইতিবাচকতা বজায় রাখতে, পরিবারকে সুখী রাখতে কঠোর পরিশ্রম করে থাকেন।দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে, পরিবারের যত্ন নেওয়া কঠিন হয়ে যায়।

জীবনে সৌভাগ্য ও শান্তি ফেরাতে কে না চায়? তাই জীবনে ইতিবাচকতা বজায় রাখতে, পরিবারকে সুখী রাখতে কঠোর পরিশ্রম করে থাকেন।দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে, পরিবারের যত্ন নেওয়া কঠিন হয়ে যায়।

1 / 7
রোগাচ্ছন্ন, একাকীত্ব ও মানসিক চাপের মতো সমস্যাগুলির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্তিবোধ চলে আসে। বাস্তুশাস্ত্র কিছু সহজ কিন্তু কার্যকরী বেশ কিছু টোটকা মেনে চললে সারাজীবন সুখ-শান্তি বজায় থাকবে।

রোগাচ্ছন্ন, একাকীত্ব ও মানসিক চাপের মতো সমস্যাগুলির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্তিবোধ চলে আসে। বাস্তুশাস্ত্র কিছু সহজ কিন্তু কার্যকরী বেশ কিছু টোটকা মেনে চললে সারাজীবন সুখ-শান্তি বজায় থাকবে।

2 / 7
কৈলাস পর্বতের উত্তর দিকে ভগবান শিবের বাসস্থান। বাস্তুশাস্ত্র অনুসারে, যখনই ঘরে শিবের মূর্তি বা ছবি স্থাপন করবেন, তার দিক উত্তর দিকে হওয়া উচিত।

কৈলাস পর্বতের উত্তর দিকে ভগবান শিবের বাসস্থান। বাস্তুশাস্ত্র অনুসারে, যখনই ঘরে শিবের মূর্তি বা ছবি স্থাপন করবেন, তার দিক উত্তর দিকে হওয়া উচিত।

3 / 7
মহাদেবের পরিবারের ছবি বাড়িতে রাখতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে একই ফ্রেমে ভগবান শিব, পার্বতী, ভগবান গণেশ ও কার্তিকের ছবি থাকতে হবে।

মহাদেবের পরিবারের ছবি বাড়িতে রাখতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে একই ফ্রেমে ভগবান শিব, পার্বতী, ভগবান গণেশ ও কার্তিকের ছবি থাকতে হবে।

4 / 7
ভগবান শিব ভোলেনাথ নামে পরিচিত। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে কখনওই ভগবান শিবের রুদ্রমূর্তিরকোনও ছবি রাখা উচিত নয়। ধ্বংসের প্রতীক বলে মনে করা হয়।

ভগবান শিব ভোলেনাথ নামে পরিচিত। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে কখনওই ভগবান শিবের রুদ্রমূর্তিরকোনও ছবি রাখা উচিত নয়। ধ্বংসের প্রতীক বলে মনে করা হয়।

5 / 7
বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান ভোলেনাথকে চাল, সিঁদুর, হলুদ, তুলসী, শঙ্খ জল, কেতকী, চম্পা ফুল নিবেদন করা উচিত নয়। এতে ভগবান শিব ক্রুদ্ধ হন।

বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান ভোলেনাথকে চাল, সিঁদুর, হলুদ, তুলসী, শঙ্খ জল, কেতকী, চম্পা ফুল নিবেদন করা উচিত নয়। এতে ভগবান শিব ক্রুদ্ধ হন।

6 / 7
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ি শিবের ছবি বা মূর্তি স্থাপন করা হলে সেই স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। অপরিচ্ছন্নতার কারণে বাস্তু দোষ হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ি শিবের ছবি বা মূর্তি স্থাপন করা হলে সেই স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। অপরিচ্ছন্নতার কারণে বাস্তু দোষ হয়।

7 / 7
Follow Us: