Bangla News » Photo gallery » Ileana D'cruz opens up on dark days of her life when she faced body shaming
Body Shaming Troll: স্তনের আকার নিয়ে কটাক্ষ, ট্রোল কতটা ক্ষতি করে! জীবন শেষ করতে চেয়েছিলেন ইলিয়ানা
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Mar 26, 2022 | 11:06 AM
Ileana D'cruz: শরীরের আকার আকৃতি নিয়ে মাত্র ১২ বছর বয়স থেকেই প্রশ্ন, ট্রোলের শিকার ইলিয়ানার জীবনের কঠিন লড়াই।
Mar 26, 2022 | 11:06 AM
একটা পোস্ট, করে দেওয়া বেজায় সহজ, কাকে কেমন দেখতে, কে কী করে, কেন এমন পোশাক বা শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গের আকার নিয়ে মন্তব্যের ঝড়।
1 / 7
ঠিক ভুলের বিচার নেটদুনিয়া খুব ভালভাবেই জানে, আর তাই প্রতিটা ক্ষেত্রে নিজেদের মতামত না দিলেই নয়। আর এই সামান্য মতামত, ট্রোল, বা প্রশ্নের ঝড় একজন মানুষকে কতটা অন্ধকারে ঠেকে দিতে পারে! তার হিসেব রাখে কে!
2 / 7
ইলিয়ানা ডিক্রজ, সিনেদুনিয়ার তাঁর দাপট যতই থাকুক না কেন, মাত্র ১২ বছর বয়স থেকেই তাঁকে কটাক্ষের শিকার হতে হত, ধেঁয়ে আসত প্রশ্ন, নিতম্বের সাইজ এত বড় কেন! বা স্তনই বা ছোট কেন!
3 / 7
সবটা শুনে ইলিয়ানার কথায়- নিজেকে বোঝানো কঠিন হয়ে উঠত, 'আমি নিজে যেটা ঠিক মনে করি সেটাই ঠিক, একটা সময়ের পর তা অবসাদে ঘিরে ফেলত। '
4 / 7
ইলিয়ানা আরো জানান, এই ট্রোলের সম্মুখীন হতে হতে তিনি ক্লান্ত, একটা সময় চেয়েছিলেন জীবন শেষ করে দিতে। তবে পরবর্তীতে তিনি নিজেকে বুঝিয়ে নিয়েছিলেন যে ট্রোল নয়, তিনি নিজে যা ভাবেন নিজেকে নিয়ে, সেটাই সঠিক।
5 / 7
তবে সব ক্ষেত্রে নিজেকে এটা বোঝানো বেশ কঠিন হয়ে দাঁড়ায় বলে ইলিয়ানার মত। তবে বর্তমানে সেসব অতীত, নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এখন তিনি খুল্লাম খুল্লা পোস্ট করে থাকেন।
6 / 7
তা নিয়েও ইলিয়ানার মতামত, কমেন্ট ঘেঁটে দেখতে হয় তো ট্রোল প্রতিটা ক্ষেত্রেই মিলবে, কিন্তু তিনি এখন নিজেকে সামলে নিয়েছেন।