বেশ কয়েকদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। বাগানে চিতাবাঘের উপস্থিতি টের পেয়ে বাগান কর্তৃপক্ষ বনদপ্তর এর কাছে অনুরোধ জানিয়েছিল খাঁচা পাতার জন্য। সেই কারণে খাঁচা পাতে বনদফতর।
2 / 5
এরপর রবিবার বাগানের কেডি -টু সেকশনে বাগানের শ্রমিকরা কাজ করতে গেলে দেখতে পায় খাঁচার মধ্যে চিতা বাঘ বন্দি হয়েছে।
3 / 5
এর আগে গত ডিসেম্বরে গাঠিয়া চা বাগানে ওই সেকশনেই কাজের সময় লক্ষ্মী ওরাওঁ ও শুভম ওরাওঁ নামে দুই শ্রমিক একদিনেই চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন। তারপর থেকেই সেখানে আতঙ্ক ছড়ায়। বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়।
4 / 5
বনদফতর সূত্রে জানানো হয়েছে চিতাবাঘটি প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।