Leopard: লুকোচুরি খেলেও হল না লাভ, বনদফতরের পাতা ফাঁদে পা দিল চিতাবাঘ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jan 08, 2023 | 4:26 PM

Dhupguri: এর আগে গত ডিসেম্বরে গাঠিয়া চা বাগানে ওই সেকশনেই কাজের সময় লক্ষ্মী ওরাওঁ ও শুভম ওরাওঁ নামে দুই শ্রমিক একদিনেই চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন।

Jan 08, 2023 | 4:26 PM
বন দফতরের পাতা ফাঁদে পা দিল চিতা বাঘ। নাগরাকাটা গাঠিয়া চা বাগানের ঘটনা।

বন দফতরের পাতা ফাঁদে পা দিল চিতা বাঘ। নাগরাকাটা গাঠিয়া চা বাগানের ঘটনা।

1 / 5
বেশ কয়েকদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। বাগানে চিতাবাঘের উপস্থিতি টের পেয়ে বাগান কর্তৃপক্ষ বনদপ্তর এর কাছে অনুরোধ জানিয়েছিল খাঁচা পাতার জন্য। সেই কারণে খাঁচা পাতে বনদফতর।

বেশ কয়েকদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। বাগানে চিতাবাঘের উপস্থিতি টের পেয়ে বাগান কর্তৃপক্ষ বনদপ্তর এর কাছে অনুরোধ জানিয়েছিল খাঁচা পাতার জন্য। সেই কারণে খাঁচা পাতে বনদফতর।

2 / 5
এরপর রবিবার  বাগানের  কেডি -টু সেকশনে বাগানের শ্রমিকরা কাজ করতে গেলে দেখতে পায় খাঁচার মধ্যে চিতা বাঘ বন্দি হয়েছে।

এরপর রবিবার বাগানের কেডি -টু সেকশনে বাগানের শ্রমিকরা কাজ করতে গেলে দেখতে পায় খাঁচার মধ্যে চিতা বাঘ বন্দি হয়েছে।

3 / 5
এর আগে গত ডিসেম্বরে গাঠিয়া চা বাগানে ওই সেকশনেই কাজের সময় লক্ষ্মী ওরাওঁ ও শুভম ওরাওঁ নামে দুই শ্রমিক একদিনেই চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন। তারপর থেকেই সেখানে আতঙ্ক ছড়ায়। বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়।

এর আগে গত ডিসেম্বরে গাঠিয়া চা বাগানে ওই সেকশনেই কাজের সময় লক্ষ্মী ওরাওঁ ও শুভম ওরাওঁ নামে দুই শ্রমিক একদিনেই চিতাবাঘের হামলায় জখম হয়েছিলেন। তারপর থেকেই সেখানে আতঙ্ক ছড়ায়। বন দফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়।

4 / 5
বনদফতর সূত্রে জানানো হয়েছে চিতাবাঘটি প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বনদফতর সূত্রে জানানো হয়েছে চিতাবাঘটি প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

5 / 5

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla