বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) দ্বিতীয় দিন দেশকে দ্বিতীয় পদক এনে দেন ভারোত্তোলক গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজা। (ছবি-পিটিআই)
পুরুষদের ভারোত্তোলনের ৬১ কেজির স্ন্যাচ বিভাগে প্রথমবারের প্রচেষ্টায় গুরুরাজা তোলেন ১১৫ কেজি। এরপর দ্বিতীয় বারের প্রয়াসে তিনি তোলেন ১১৮ কেজি। স্ন্যাচের শেষ ও তৃতীয় বারে তিনি ১২০ কেজি তুলতে ব্যর্থ হন। (ছবি-পিটিআই)
স্ন্যাচে ১১৮ কেজি সেরা তোলার পর, ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবারে প্রয়াসে ১৪৪ কেজি তোলেন গুরুরাজা। এবং দ্বিতীয় প্রয়াসে ১৪৮ কেজি তুলে নেন তিনি। (ছবি-পিটিআই)
তবে ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রয়াসে ১৫১ কেজি তুলে তৃতীয় স্থানে পৌঁছে যান তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৬৯ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন গুরুরাজা। (ছবি-পিটিআই)
গুরুরাজা যে বিভাগে তৃতীয় হয়েছেন, তাতে মালয়েশিয়ার বিন বিদিন মহম্মদ ২৮৫ কেজি তুলে সোনা জিতেছেন। পাপুয়া নিউগিনির মোরেয়া বারো ২৭৩ কেজি তুলে রুপো পেয়েছেন। (ছবি-পিটিআই)