বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথে গেমসে (Birmingham Commonwealth Games 2022) পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতেছেন ভারতের ২৪ বছরের রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। টোকিও অলিম্পিকে অল্পের জন্য সোনা ফস্কে গিয়েছিল। কমনওয়েলথে তা হতে দিলেন না। (ছবি-টুইটার)
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে নাইজেরিয়ার ওয়েলসনকে ১০-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিয়েছেন রবি কুমার দাহিয়া। (ছবি-টুইটার)
২০২০ টোকিও অলিম্পিকে রুপো ছাড়াও রবির ক্যাবিনেটে রয়েছে ২০১৯ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল। (ছবি-টুইটার)
২৪ বছরের রবি তিনবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। ২০২০, ২০২১, ২০২২ সালে ধারাবাহিকভাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়েছেন রবি। (ছবি-টুইটার)
জুনিয়র পর্যায়েও রবির সাফল্য রয়েছে। ২০১৫ সালে তিনি বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন। ২০১৮ সালে বুখারেস্ট অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পেয়েছিলেন তিনি। (ছবি-টুইটার)