TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 07, 2022 | 8:46 AM
তবে এবার ফিরল তাঁর ভাগ্য। ঠিক যেমনটা চেয়েছিলেন, তেমনটাই ঘটে তাঁর সঙ্গে। তিনি চেয়েছিলেন একটি বড় প্রজেক্টে যুক্ত হতে। এবার তাঁর বিপরীতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী উরমিলা মাতুনকর। তিনি বরাবরই শ্রীদেবীর ভীষণ কাছাকাছি ছিলেন। তাঁদের মধ্যে সম্পর্কও ছিল বেশ মধুর।
বনি কাপুরের সঙ্গে সম্পর্ক হতে দেখেছেন উর্মিলা। শ্রীদেবীর সঙ্গে পরতে-পরতে জড়িয়ে থাকা এই উর্মিলাই দেখেছিলেন জাহ্নবীর প্রথম বলিউড ডেবিউ। না, ছবির কোনও চরিত্র হয়ে নয়। তিনি উপস্থিত ছিলেন তাঁর মায়ের সঙ্গেই।
প্রসঙ্গ ছবি জুদাই। জুদাই ছবিতে শ্রীদেবী, উর্মিলা ও অনিল কাপুর একসঙ্গে কাজ করেছিলেন। ছবি রাতারাতি হয়েছিল জনপ্রিয়। আজও এই ছবির কদর অব্যহত দর্শক মনে। সেই সময় শ্রীদেবী ছিলেন অন্তঃসত্ত্বা।
জাহ্নবীকে গর্ভে নিয়েই দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন শ্রীদেবী। তিনি মানুষটি ছিলেনই এমন, কঠোর পরিশ্রমী। ক্যামেরার সামনে থাকতেই তিনি বেশি পছন্দ করতেন। পছন্দ করতেন স্টারডার্ম।