জীবনে নতুন ইনিংস শুরু হল জাতীয় দলের ক্রিকেটার লোকেশ রাহুলের। বলিউড তারকা আথিয়া শেট্টির সঙ্গে নতুন জীবন শুরু করলেন। (ছবি : ইনস্টাগ্রাম)
ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নতুন ইনিংসের কিছু প্রিয় মুহূর্ত। লোকেশ রাহুলকে ট্যাগ করে আথিয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি : ইনস্টাগ্রাম)
'তোমার আলোয় আমি শিখেছি, কী ভাবে ভালো বাসতে হয়।' নতুন জীবনের পথ চলার শুরুর ছবি দিয়ে এমনটাই লিখলেন আথিয়া শেট্টি। (ছবি : ইনস্টাগ্রাম)
দীর্ঘদিন ধরেই প্রেম পর্ব চলছিল তাঁদের। কবে বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন, সেই নিয়েও ছিল নানা গুঞ্জন। অবশেষে চার হাত এক হল। (ছবি : ইনস্টাগ্রাম)
লোকেশ রাহুলের ক্রিকেট কেরিয়ারে এখন অবশ্য দোলাচল। দীর্ঘদিন ব্যাটে ধারাবাহিক রান নেই। সম্প্রতি টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হারিয়েছেন। (ছবি : ইনস্টাগ্রাম)
পেশাদার জীবনের খারাপ সময় ভুলে আপাতত ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলোকে সুন্দর করার অঙ্গীকার রাহুলের। জীবনের ক্রিজেও সঙ্গী পেলেন। (ছবি : ইনস্টাগ্রাম)
অতীতে তাঁদের নানা মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হত সাদা-কালোয়। (ছবি : ইনস্টাগ্রাম)
এখন তাঁদের জীবন রঙিন। মুহূর্তগুলোও আরও রঙিন। একটা জীবন পথ চলার অঙ্গীকার। সোশ্যাল মিডিয়া পোস্টে এমন ভালোবাসার বার্তাই দিলেন রাহুল-আথিয়া। (ছবি : ইনস্টাগ্রাম)