Egg Allergy: বাচ্চার ডিমে অ্যালার্জি রয়েছে বুঝবেন কীভাবে, নয়া সমীক্ষায় উঠে এসেছে নয়া তথ্য!
শিশুদের মধ্যে অ্যালার্জির প্রবণতা কোন কোন খাবারে রয়েছে, তা জানার জন্য খুব ছোট বয়স থেকেই খাবার খাওয়ানোর দরকার। ২০১৭ সালে অ্যালার্জিস্ট ও শিশুবিশেষজ্ঞদের মতে, চিনাবাদামের অ্যালার্জি প্রতিরোধের জন্য বাচ্চারা শক্তি খাবাক খাওয়ার অভ্য়েস শুরু করলেই বাচ্চাদের চিনাবাদম পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া দরকার।
Most Read Stories