Egg Allergy: বাচ্চার ডিমে অ্যালার্জি রয়েছে বুঝবেন কীভাবে, নয়া সমীক্ষায় উঠে এসেছে নয়া তথ্য!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 30, 2021 | 6:19 PM
শিশুদের মধ্যে অ্যালার্জির প্রবণতা কোন কোন খাবারে রয়েছে, তা জানার জন্য খুব ছোট বয়স থেকেই খাবার খাওয়ানোর দরকার। ২০১৭ সালে অ্যালার্জিস্ট ও শিশুবিশেষজ্ঞদের মতে, চিনাবাদামের অ্যালার্জি প্রতিরোধের জন্য বাচ্চারা শক্তি খাবাক খাওয়ার অভ্য়েস শুরু করলেই বাচ্চাদের চিনাবাদম পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া দরকার।
1 / 6
বিষে বিষক্ষয়। তেমনি আমেরিকান কলেজ অফ অ্যালার্জি, অ্যাজমা ও ইমিউনোলজির সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, ডিমের অ্যালার্জি হ্রাসের জন্য বাচ্চাদের কম বয়স থেকেই ডিম খাওয়ানো উচিত।
2 / 6
গবেষণায় বলা হয়েছে, ১৩৭৯ জন অংশগ্রহণকারী ৬ বছর পর্যন্ত খাদ্য অ্যালার্জির তথ্য সম্পন্ন করা হয়েছিল। অ্যালার্জি ও ইমিউনোলজি ফেলো ও গবেষণার প্রধান লেখক জিউলিয়া মার্টোন জানিয়েছেন, ১২ মাসের মধ্যে ডিম না খাওয়া বাচ্চাদের ৬ বছর বয়সে ডিমের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি ছিল।
3 / 6
২২৩৭ সমীক্ষার ০.৬ শতাংশ এক বছরের মধ্যে বাচ্চাদের মধ্যে ডিমের অ্যালার্জির রিপোর্ট পেশ করা হয়েছে। অন্যদিকে ১৩৭৯ সমীক্ষার ০.৮ শতাংশ ৬ বছরের বাচ্চাদের ডিমের অ্যালার্জির রিপোর্ট পেশ করা হয়েছে।
4 / 6
এক বছর বয়সি ও ৬ বছর বয়সি বাচ্চাদের ডিমের অ্যালার্জি ৫,৬, ৭ ও ১০ মাস বয়সে কম ঘন ঘন ডিম খাওয়ানো হয়েছে।
5 / 6
গবেষণার প্রধান তদন্তকারী জিয়াওঝাঁ ওয়েন বলেছেন, ডিমের অ্যালার্জি সারা বিশ্বে দ্বিতীয় সর্বাধিক সাধারণ খাদ্য অ্যালার্জি।
6 / 6
বর্তমান রিপোর্ট অনুসারে, শৈশবকালে ডিমের প্রাথমিক প্রবর্তন, তারপর ধারাবাহিক ও ঘন ঘন খাওয়ানো , ডিমের অ্যালার্জির বিকাশের বিরুদ্ধে সুরক্ষামূলক বলে মনে করা হয়।