Veda Krishnamurthy-Arjun Hoysala: কর্নাটকের রঞ্জি প্লেয়ারের সঙ্গে নতুন ইনিংস গড়ার পথে বেদা কৃষ্ণমূর্তি
ভারতের মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তিকে বিয়ের প্রস্তাব দিলেন কর্নাটকের রঞ্জি দলের প্লেয়ার অর্জুন হোয়েসালা। দুই ক্রিকেটারই নিজেদের ইন্সটাগ্রামে তাঁদের এনগেজমেন্ট হওয়ার খুশির খবর সকলকে জানিয়েছেন। অর্জুনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়ের কোলে, হাঁটু মুড়ে বেদার সামনে বসে রয়েছেন তিনি। তাঁর হাতে রয়েছে আংটি। ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, "এবং ও হ্যাঁ বলেছে।"
Most Read Stories