Khel Ratna Award 2021: রাষ্ট্রপতির হাত থেকে খেলরত্ন পুরস্কার নিলেন নীরজ-সুনীলরা
আগেই ঘোষণা হয়েছিল চলতি বছরে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের (Khel Ratna) জন্য মনোনীত হয়েছেন টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) থেকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। আজ, শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) হাত থেকে নীরজ-সুনীল ছাড়াও আরও ১০ ক্রীড়াবিদ পেলেন খেলরত্ন পুরস্কার। তবে ভারতের প্যারা শাটলার কৃষ্ণ নাগরের মায়ের আকস্মিক প্রয়াণের জন্য তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।