Star Kids: বাবা-মায়ের মতোই দেখতে হয়েছেন এই তারকা সন্তানরা; দেখলে অবাকই হবেন…
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 31, 2022 | 5:54 PM
Star Parents: খুদে তারকা সন্তানরা অনেক বড় হয়ে গিয়েছেন। কেউ-কেউ ইন্ডাস্ট্রিতেই কাজ করতে শুরু করে দিয়েছেন। তাঁদের দেখে অনেকেই অবাক। কেন না, তাঁরা এক্কেবারে দেখতে বাবা কিংবা মায়ের মতো।
1 / 7
খুদে তারকা সন্তানরা অনেক বড় হয়ে গিয়েছেন। কেউ-কেউ ইন্ডাস্ট্রিতেই কাজ করতে শুরু করে দিয়েছেন। তাঁদের দেখে অনেকেই অবাক। কেন না, তাঁরা এক্কেবারে দেখতে বাবা কিংবা মায়ের মতো।
2 / 7
সকলেই জানেন, শাহরুখ খানের সঙ্গে তাঁর সন্তানদের মুখের খুব মিল। আরিয়ানকে দেখতে এক্কেবারে তাঁর বাবার মতো। সুহানাও তাই। ছোট্ট আব্রামও পেয়েছে বাবারই আদল।
3 / 7
বোন পূজা ভাটের সঙ্গে মিল আছে আলিয়ার। কিন্তু মা সোনির সঙ্গে সবচেয়ে বেশি মিল তাঁর। এই ছবিতে দেখুন, কে মা, কে মেয়ে চিনতেই পারবে না এক ঝলকে।
4 / 7
সইফ আলি খানের অনেকটাই বয়স বেড়েছে। কিন্তু তাঁর পুত্র ইব্রাহিমকে দেখলে পুরনোদিনের সইফের কথাই মনে পড়বে। চেহারার মিল চোখে পড়ার মতো।
5 / 7
তারকা সন্তান অনন্যা পাণ্ডেকে নাকি তাঁর বাবা চাঙ্কি পাণ্ডের মতো দেখতে। যদিও অনেকেই তা মানতে চান না। তাঁরা যে ঠিক, এই ছবিই সেই প্রমাণ। অনন্যাকে বাবার চেয়ে বেশি দেখতে মা ভাবনার মতো।
6 / 7
সারা আলি খানের ধমনীতে বইছে নবাব পরিবারের রক্ত। অনেকে বলেন তিনি নাকি পিসি সোহা আলি খানের মতো দেখতে। কিন্তু না। মা অমৃতা সিংয়ের সঙ্গেই চেহারার বেশি মিল সারার।
7 / 7
অন্যদিকে দেখুন শ্রুতি হাসানকে। কমল হাসানের জ্যেষ্ঠ কন্যা শ্রুতির মুখখানি এক্কেবারে তাঁর মা সারিকার মতো। কেবল মায়ের কটা চোখের মণি পাননি তিনি। সেটি পেয়েছেন তাঁর বোন।