সেলিংয়ে ভারতের হয়ে ছেলেদের লেজার স্ট্যান্ডার্ডে অংশগ্রহণকারী বিষ্ণু সর্বাননও (Vishnu Saravanan) প্র্যাক্টিস করছেন।
ভারতের তারকা তিরন্দাজ-দম্পতি দীপিকা কুমারি (Deepika Kumari) ও অতনু দাস (Atanu Das ) আজ, সোমবার সকালেই নেমে পড়েছেন অনুশীলনে।
রিকার্ভে ছেলেদের টিম ইভেন্টের সদস্য তরুণদীপ রাই (Tarundeep Rai) ও প্রবীণ যাদবও (Pravin Jadhav) অনুশীলনে নেমেছেন।
ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলস ও ছেলেদের সিঙ্গলসে অংশগ্রহণকারী পিভি সিন্ধু (PV Sindhu) ও বি সাই প্রণীত (Sai Praneeth) মগ্ন অনুশীলনে।
টোকিওতে নামতে চলা ছেলেদের ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেঠীও (Chirag Shetty) গেমস ভিলেজে প্র্যাক্টিসে নেমে পড়েছেন।
টেবল টেনিস তারকা শরথকমল (Sharath Kamal) ও সাথিয়ান গণশেখরনও (Sathiyan Gnanasekaran) গেমস ভিলেজে অনুশীলনে মত্ত। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)