AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shikhar Dhawan: নতুন সঙ্গীর পর নয়া বাসস্থান! কোথায় ৬৯ কোটির লাক্সারি ফ্ল্যাট কিনলেন শিখর ধাওয়ান?

ভারতীয় ক্রিকেটের গব্বর থাকেন বরাবর আলোচনায়। কয়েকদিন আগে নিজের নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। এ বার ৬৯ কোটি টাকা দিয়ে এক বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শিখর ধাওয়ান।

| Updated on: May 21, 2025 | 2:10 PM
Share
ভারতীয় ক্রিকেটের গব্বর আলোচনায় না থাকলে চলে! মোটেও না। তাই তো ফের আলোচনায় শিখর ধাওয়ান। তিনি কিছুদিন আগে সোফি শাইনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

ভারতীয় ক্রিকেটের গব্বর আলোচনায় না থাকলে চলে! মোটেও না। তাই তো ফের আলোচনায় শিখর ধাওয়ান। তিনি কিছুদিন আগে সোফি শাইনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

1 / 8
এ বার শিখর ধাওয়ান ফের আলোচনায়। কারণটা এ বার একটু অন্য। আসলে দেশের প্রাক্তন ক্রিকেটার শিখর একখানা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এ বার প্রশ্ন হল সেই ফ্ল্যাট কোথায়?  (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

এ বার শিখর ধাওয়ান ফের আলোচনায়। কারণটা এ বার একটু অন্য। আসলে দেশের প্রাক্তন ক্রিকেটার শিখর একখানা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এ বার প্রশ্ন হল সেই ফ্ল্যাট কোথায়? (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

2 / 8
সিআরই ম্যাট্রিক্স অনুসারে, শিখর ধাওয়ান গুরুগ্রামে ডিএলএফের সুপার বিলাসবহুল আবাসন প্রকল্পে ৬৯ কোটি টাকায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।  (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

সিআরই ম্যাট্রিক্স অনুসারে, শিখর ধাওয়ান গুরুগ্রামে ডিএলএফের সুপার বিলাসবহুল আবাসন প্রকল্পে ৬৯ কোটি টাকায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

3 / 8
রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক ফার্ম সিআরই ম্যাট্রিক্সের তথ্য মারফত জানা গিয়েছে, এ বছরের ৪ ফেব্রুয়ারী শিখর এই সম্পত্তিটির রেজিস্ট্রি করিয়েছেন।  (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক ফার্ম সিআরই ম্যাট্রিক্সের তথ্য মারফত জানা গিয়েছে, এ বছরের ৪ ফেব্রুয়ারী শিখর এই সম্পত্তিটির রেজিস্ট্রি করিয়েছেন। (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

4 / 8
রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক ফার্ম সিআরই ম্যাট্রিক্স জানিয়েছে, গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে ডিএলএফের লেটেস্ট সুপার-বিলাসবহুল প্রকল্প 'দ্য ডাহলিয়াস'-এ শিখর ধাওয়ান ৬,০৪০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।  (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক ফার্ম সিআরই ম্যাট্রিক্স জানিয়েছে, গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে ডিএলএফের লেটেস্ট সুপার-বিলাসবহুল প্রকল্প 'দ্য ডাহলিয়াস'-এ শিখর ধাওয়ান ৬,০৪০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

5 / 8
শিখরের এই নতুন সম্পত্তির মূল্য ৬৫.৬১ কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি ​​৩.২৮ কোটি টাকা। অর্থাৎ ওই চোখধাঁধানো অ্যাপার্টমেন্টটির মোট মূল্য প্রায় ৬৯ কোটি টাকা।  (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

শিখরের এই নতুন সম্পত্তির মূল্য ৬৫.৬১ কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি ​​৩.২৮ কোটি টাকা। অর্থাৎ ওই চোখধাঁধানো অ্যাপার্টমেন্টটির মোট মূল্য প্রায় ৬৯ কোটি টাকা। (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

6 / 8
ভারতের প্রাক্তন ক্রিকেটার যে নতুন একখানা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন, তার ঝলক এখনও শিখরের সোশ্যাল মিডিয়ায় মেলেনি। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।  (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

ভারতের প্রাক্তন ক্রিকেটার যে নতুন একখানা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন, তার ঝলক এখনও শিখরের সোশ্যাল মিডিয়ায় মেলেনি। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

7 / 8
গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর। এরপর অবসর জীবন নিজের মতো কাটাচ্ছেন। চলতি মে মাসেই বলি ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে শিখরের এক মিউজিক অ্যালবাম রিলিজ় করেছে। ফুরফুরে মনের শিখর যে দিব্যি রয়েছেন, এসব যেন তারই প্রমাণ!  (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর। এরপর অবসর জীবন নিজের মতো কাটাচ্ছেন। চলতি মে মাসেই বলি ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে শিখরের এক মিউজিক অ্যালবাম রিলিজ় করেছে। ফুরফুরে মনের শিখর যে দিব্যি রয়েছেন, এসব যেন তারই প্রমাণ! (ছবি-শিখর ধাওয়ান ইন্সটাগ্রাম)

8 / 8