Indian Air Craft: এই সব দুর্ধর্ষ যুদ্ধ বিমানগুলি থাকায় ভারতকে সমঝে চলে সবাই
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Sep 10, 2021 | 3:20 PM
Indian Air Craft, Indian Army, পৃথিবীর শক্তিধর দেশগুলির মধ্যে ভারত অন্যতম। স্বাধীনতার পর থেকেই ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করে ভারতীয় সেনা Indian Army, নৌ সেনার পাশাপাশি বায়ুসেনাও (Indian Air Force) শত্রু দমনে যথেষ্ট পারদর্শী
1 / 6
প্রত্যেক বছরের মতো এবারও পালিত হল বায়ু সেনা দিবস (Air Force Day)। চলতি বছরে ৮৯ তে পা দিল দেশের অন্যতম সেরা এই ভারতীয় বাহিনী। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বায়ু সেনার অবদান অনস্বীকার্য। ভারে বহরে ভারতীয় বায়ু সেনা বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে। গাজিয়াবাদে (Ghaziabad) বায়ু সেনার হিন্দন (Hindon) ঘাঁটি এশিয়া বৃহত্তম বায়ু সেনা ঘাঁটি হিসেবেই পরিচিত। ভগবত গীতার ১১ নম্বর অনুচ্ছেদ থেকে নেওয়া 'নভাঃ স্পর্শাম দীপথম্ ' বায়ু সেনার মূল মন্ত্র, যাঁর অর্থ 'গৌরবের সাথে স্পর্শ করবো আকাশ'। ছবি টুইটার
2 / 6
১) রাফাল (Rafale):রাফাল শব্দের অর্থ ' বাতাসের ঝাপটা '। দেশের সবচেয়ে বিতর্কিত বিমান রাফাল। ভারত ছাড়াও ফ্রান্স ও কাতারে বায়ুসেনা এই ঘাতক যুদ্ধ বিমান ব্যবহার করে । ফ্রান্সের সংস্থা দাঁসো থেকে এই বিমান কেনে ভারত। এই মুহূর্তে রাফাল ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী হাতিয়ার। টুইন ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি লড়াই বা পারমাণবিক যুদ্ধের সময় বিশেষভাবে কার্যকরী।
3 / 6
২) মিরাজ ২০০০ (Mirage 2000): ভারতে মোট ৬২ টি মিরাজ ২০০০ বিমান রয়েছে। ফ্রান্সের দাঁসো অ্যাভিয়েশন বিশেষভাবে সক্ষম এই যুদ্ধ বিমান নির্মাণ করেছে। ঘাতক যুদ্ধ বিমানটি। ভারতীয় বায়ুসেনা নতুন করে 'বজ্র' (Vajra) নামে এটির নামকরণ করেন। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় এবং বালাকোট এয়ার স্ট্রাইকের সময় এই যুদ্ধ বিমান ব্যবহৃত হয়।
4 / 6
৩) মিগ ২১ (MiG 21): মিগ ২১ ভারতীয় বায়ুসেনার গর্ব। বায়ুসেনার 'বাইসন' (Bison) নামে এটির নামকরণ করে। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় রাশিয়ান যুদ্ধ বিমানটি বিশেষ ভূমিকা পালন করেছিল। যাঁর ফলে শেষমেশ ভারত যুদ্ধে জয়লাভ করে। মিগ ২১ কে মিগ ২১ এস এ উন্নতিকরণ করা হয়েছে।
5 / 6
৪) সুখোই ৩০ এমকেআই (Sukhoi 30 MKI): ভারতীয় বায়ুসেনার জন্য যৌথভাবে যুদ্ধে প্রসিদ্ধ সুখোই ৩০ এমকেআই নির্মাণ করে রাশিয়ার 'সুখোই ডিজাইন ব্যুরো' ও ভারতে 'হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড'। সুখোই ৩০ এমকেআই 'ব্রহ্মস' নামক ঘাতক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনকে বার্তা দেওয়ার জন্য সুখোই ৩০ এমকেআই নিয়ে মহড়া করে বায়ুসেনা।
6 / 6
৫) জাগুয়ার সমশের (Jaguar Shamsher ): শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা এই যুদ্ধ বিমানটি ব্যবহার করে। ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড জাগুয়ার সমশেরকে নতুনভাবে আধুনিকীকরণ করেছে।এই যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম।