তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। রোহিতের অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। (Instagram/@indiancricketteam)
ভারতের হয়ে নম্বর চারে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। ভারতীয় দলের স্পিন বিভাগের গুরুত্বপূর্ণ প্লেয়ার যুজবেন্দ্র চহালকে (Yuzvendra Chahal) দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদবের সঙ্গে বোলিং বিভাগে। (Instagram/@indiancricketteam)
বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম করার পর, জাতীয় দলের হয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) চমকে ওঠার পালা। কেকেআরের অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) এই সিরিজে একদিনের ফর্ম্যাটে অভিষেক হতে পারে। (Instagram/@indiancricketteam)
প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna) ও ঈশান কিষাণও (Ishan Kishan) রয়েছেন প্রোটিয়াদের বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজের ভারতীয় দলে। (Instagram/@indiancricketteam)