India vs South Africa: কেপ টাউনে পৌঁছে গেলেন ধাওয়ান-ভেঙ্কটেশরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 13, 2022 | 6:05 PM

কেপ টাউনে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর পর প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে (ODIs) ম্যাচ খেলবে ভারত। আর সেই সিরিজের জন্যই কেপ টাউন পৌঁছে গেলেন শিখর ধাওয়ান-ভেঙ্কটেশ আইয়াররা। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়ান ডে সিরিজে লোকেশ রাহুল নেতত্ব দেবেন ভারতকে। ১৯ জানুয়ারি পার্লে শুরু হবে প্রথম ওয়ান ডে ম্যাচ।

1 / 4
তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। রোহিতের অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। (Instagram/@indiancricketteam)

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। রোহিতের অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। (Instagram/@indiancricketteam)

2 / 4
ভারতের হয়ে নম্বর চারে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। ভারতীয় দলের স্পিন বিভাগের গুরুত্বপূর্ণ প্লেয়ার যুজবেন্দ্র চহালকে (Yuzvendra Chahal) দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদবের সঙ্গে বোলিং বিভাগে। (Instagram/@indiancricketteam)

ভারতের হয়ে নম্বর চারে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। ভারতীয় দলের স্পিন বিভাগের গুরুত্বপূর্ণ প্লেয়ার যুজবেন্দ্র চহালকে (Yuzvendra Chahal) দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদবের সঙ্গে বোলিং বিভাগে। (Instagram/@indiancricketteam)

3 / 4
বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম করার পর, জাতীয় দলের হয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) চমকে ওঠার পালা। কেকেআরের অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) এই সিরিজে একদিনের ফর্ম্যাটে অভিষেক হতে পারে। (Instagram/@indiancricketteam)

বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফর্ম করার পর, জাতীয় দলের হয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) চমকে ওঠার পালা। কেকেআরের অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) এই সিরিজে একদিনের ফর্ম্যাটে অভিষেক হতে পারে। (Instagram/@indiancricketteam)

4 / 4
প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna) ও ঈশান কিষাণও (Ishan Kishan) রয়েছেন প্রোটিয়াদের বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজের ভারতীয় দলে। (Instagram/@indiancricketteam)

প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna) ও ঈশান কিষাণও (Ishan Kishan) রয়েছেন প্রোটিয়াদের বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজের ভারতীয় দলে। (Instagram/@indiancricketteam)

Next Photo Gallery