Indian Railway: ‘উৎসব কাটবে খোশমেজাজে’ ,আজ থেকেই চালু হচ্ছে স্পেশাল ট্রেন। জেনে নিন বিস্তারিত

Indian Railway, প্রত্যেক বছর সাধারণভাবে এই উৎসবের সময় রেলের তরফে ৫ হাজার বিশেষ ট্রেন চলাচল করে। কিন্তু করোনা ভাইরাসের আবির্ভাব পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

| Edited By: | Updated on: Oct 10, 2021 | 3:51 PM
করোনা ভাইরাসের (Corona Pandemic) আবির্ভাবের সময় থেকে শুরু করে দ্বিতীয় ঢেউ কাটিয়েও, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এখনও স্বাভাবিক হতে পারেনি দেশের রেলওয়ে পরিষেবা। কিন্তু তাই বলে কী আর উৎসবের মরশুমে প্রবাসে মন টেকে? বছরে এই একবারই বাড়ি ফেরার সময় এক অন্য রকমের অনুভূতি মনে জায়গা করে নেয়। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, খাওয়া দাওয়া আরও কত কী। যতই থাকুক করোনা, আপনাকে নিরাশ করবে না ভারতীয় রেল। আজ থেকেই শুরু হচ্ছে উৎসবের মরশুমের বিশেষ ট্রেন পরিষেবা। ছবি- প্রতীকী চিত্র

করোনা ভাইরাসের (Corona Pandemic) আবির্ভাবের সময় থেকে শুরু করে দ্বিতীয় ঢেউ কাটিয়েও, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এখনও স্বাভাবিক হতে পারেনি দেশের রেলওয়ে পরিষেবা। কিন্তু তাই বলে কী আর উৎসবের মরশুমে প্রবাসে মন টেকে? বছরে এই একবারই বাড়ি ফেরার সময় এক অন্য রকমের অনুভূতি মনে জায়গা করে নেয়। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, খাওয়া দাওয়া আরও কত কী। যতই থাকুক করোনা, আপনাকে নিরাশ করবে না ভারতীয় রেল। আজ থেকেই শুরু হচ্ছে উৎসবের মরশুমের বিশেষ ট্রেন পরিষেবা। ছবি- প্রতীকী চিত্র

1 / 5
রবিবার ১০ অক্টোবর থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর অবধি চলবে উৎসব স্পেশাল ট্রেন। এই সময় দুর্গাপুজো (Durga Puja), দীপাবলি (Diwali), ছট পুজোর (Chhath Puja) মত উৎসবের কারণে যাত্রীদের চাপ ও থাকে প্রচুর, তাই টিকিটের চাহিদাও যে সমান তালে থাকবে , সেটা বলা বাহুল্য। দেশের পূর্বভাগে যাত্রীদের চাপ থাকে সর্বাধিক ছবি- প্রতীকী চিত্র

রবিবার ১০ অক্টোবর থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর অবধি চলবে উৎসব স্পেশাল ট্রেন। এই সময় দুর্গাপুজো (Durga Puja), দীপাবলি (Diwali), ছট পুজোর (Chhath Puja) মত উৎসবের কারণে যাত্রীদের চাপ ও থাকে প্রচুর, তাই টিকিটের চাহিদাও যে সমান তালে থাকবে , সেটা বলা বাহুল্য। দেশের পূর্বভাগে যাত্রীদের চাপ থাকে সর্বাধিক ছবি- প্রতীকী চিত্র

2 / 5
প্রত্যেক বছর সাধারণভাবে এই উৎসবের সময় রেলের তরফে ৫ হাজার বিশেষ ট্রেন চলাচল করে। কিন্তু করোনা ভাইরাসের আবির্ভাব পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ভারতীয় রেল (Indian Railway) সূত্রে খবর,  করোনা বিধি মেনে চলার বাধ্যবাধকতার কারণে প্রত্যেক বছরের তুলনায় এবার কম ট্রেন চলবে।  ছবি- প্রতীকী চিত্র

প্রত্যেক বছর সাধারণভাবে এই উৎসবের সময় রেলের তরফে ৫ হাজার বিশেষ ট্রেন চলাচল করে। কিন্তু করোনা ভাইরাসের আবির্ভাব পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ভারতীয় রেল (Indian Railway) সূত্রে খবর, করোনা বিধি মেনে চলার বাধ্যবাধকতার কারণে প্রত্যেক বছরের তুলনায় এবার কম ট্রেন চলবে। ছবি- প্রতীকী চিত্র

3 / 5
বুধবার, উত্তর রেলওয়ে (Northern Railway) নিজের টুইটারে জানিয়েছে  উৎসবের এই মরশুমে তাদের তরফে বিশেষ কিছু ট্রেন চলবে। উত্তর রেলওয়ের টুইটারে বিস্তারিত সময়সূচী ছবি আকারে প্রকাশ করা হয়েছে।  ছবি- প্রতীকী চিত্র

বুধবার, উত্তর রেলওয়ে (Northern Railway) নিজের টুইটারে জানিয়েছে উৎসবের এই মরশুমে তাদের তরফে বিশেষ কিছু ট্রেন চলবে। উত্তর রেলওয়ের টুইটারে বিস্তারিত সময়সূচী ছবি আকারে প্রকাশ করা হয়েছে। ছবি- প্রতীকী চিত্র

4 / 5
অন্যদিকে পশ্চিম (Western), দক্ষিণ মধ্য (South Central) ও দক্ষিণ পূর্ব (South Eastern) রেলওয়ের টুইটারেও বিশেষ ট্রেনের সময়সূচী প্রকাশিত হয়েছে। দক্ষিণ রেলওয়েও (Southern Railway) সুপার ফাস্ট ট্রেন সহ বেশ কিছু বিশেষ ট্রেন এই উৎসবের মরশুমে চালাবে। পশ্চিম রেলওয়ের পক্ষ থেকেও দশেরার জন্য বিশেষ কিছু ট্রেন চালানো হবে।  ছবি- প্রতীকী চিত্র

অন্যদিকে পশ্চিম (Western), দক্ষিণ মধ্য (South Central) ও দক্ষিণ পূর্ব (South Eastern) রেলওয়ের টুইটারেও বিশেষ ট্রেনের সময়সূচী প্রকাশিত হয়েছে। দক্ষিণ রেলওয়েও (Southern Railway) সুপার ফাস্ট ট্রেন সহ বেশ কিছু বিশেষ ট্রেন এই উৎসবের মরশুমে চালাবে। পশ্চিম রেলওয়ের পক্ষ থেকেও দশেরার জন্য বিশেষ কিছু ট্রেন চালানো হবে। ছবি- প্রতীকী চিত্র

5 / 5
Follow Us: