Indian Railways: ট্রেনের গায়ে লেখা থাকে ৫ ডিজিটের কোড, কী কাজে লাগে এই নম্বর?
ঈপ্সা চ্যাটার্জী |
Jun 03, 2024 | 1:39 PM
Indian Railways: প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলে বিভিন্ন রুটে। ট্রেনগুলিকে শনাক্ত করার জন্যই এই নম্বর বা ৫ ডিজিটের কোড দেওয়া হয়। এই কোডে প্রতিটি নম্বরেরও নিজস্ব অর্থ রয়েছে।
1 / 9
দূরপাল্লার ট্রেনে তো কমবেশি সবাই-ই চড়েছেন। কিন্তু লক্ষ্য করেছেন কি ট্রেনের গায়ে লেখা থাকে ৫টি নম্বর। প্রতিটি কামরার মধ্যেই এই নম্বর লেখা থাকে। কখনও ভেবেছেন, এই নম্বরগুলির অর্থ কী?
2 / 9
প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলে বিভিন্ন রুটে। ট্রেনগুলিকে শনাক্ত করার জন্যই এই নম্বর বা ৫ ডিজিটের কোড দেওয়া হয়।
3 / 9
ট্রেনের গায়ে লেখা এই ৫ ডিজিটের কোডে প্রথম দুটি সংখ্যা, কোন বছরে কোচটি তৈরি হয়েছে, তা বোঝায়। পরের তিনটি সংখ্য়া কামরাটি কোন শ্রেণির, তা নির্দেশ করে।
4 / 9
ধরা যাক, আপনি ট্রেনের যে বগিতে যাচ্ছেন, তার গায়ে লেখা ২২৩৫৮। অর্থাৎ ট্রেনের কামরাটি ২০২২ সালে তৈরি হয়েছে। যে কোচে যাচ্ছেন, তা স্লিপার কোচের।
5 / 9
এবার শেষের তিনটি ডিজিট বোঝায় কোন শ্রেণির কামরায় যাত্রা করছেন। অর্থাৎ এসি, স্লিপার নাকি জেনারেল কামরায় ভ্রমণ করছেন, তা বোঝা যাবে এই নম্বর থেকে।
6 / 9
০০১ থেকে ০২৫ - এই নম্বরগুলি বোঝায় এসি ফার্স্ট ক্লাসের জন্য। ১০১ থেকে ১৫০- নম্বরগুলি বোঝায় এসি ৩ টায়ারের জন্য।
7 / 9
১৫১ থেকে ২০০ -নম্বরগুলি বোঝায় চেয়ার কারের জন্য। ২০১ থেকে ৪০০ নম্বর বোঝায় স্লিপার ক্লাসের জন্য।
8 / 9
৪০১ থেকে ৬০০- নম্বরগুলি জেনারেল কোচ এবং ৬০১ থেকে ৭০০ -নম্বর সেকেন্ড ক্লাস কোচ বোঝায়।
9 / 9
যদি কোনও কোচের শেষের তিনটি নম্বর ৮০০ বা তার বেশি হয়, তবে তা মেইল, জেনারেটর বা প্যান্ট্রি কার-কে বোঝায়।