Bangla News » Photo gallery » Indian Team Practice before 1st Test of 2023 Border Gavaskar Trophy
Ind vs Aus, BGT 2023: নাগপুরে ক্যাঙারু বধের জোর প্রস্তুতি, তাল ঠুকছেন কোহলি-পূজারা-সামিরা
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Feb 08, 2023 | 4:09 PM
রাত পোহালেই চার ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফি। হাইভোল্টেজ টেস্ট সিরিজ ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নাগপুরের আকাশে-বাতাসে যুদ্ধ যুদ্ধ ভাব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, মহম্মদ সিরাজরা।
Feb 08, 2023 | 4:09 PM
বুধবার নেট প্র্যাকটিসের আগে টিম ইন্ডিয়ার সদস্যরা ফুটবল খেললেন। বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকটদের ফুটবল খেলতে দেখা গিয়েছে। অনুশীলনের পাশাপাশি ফিটনেসটাও পরখ করে নিলেন তাঁরা। (ছবি:টুইটার)
1 / 8
ঘরের মাঠে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন আপামর ভারতীয় ক্রিকেট সমর্থকরা। নাগপুরের মাঠে নামার জন্য মুখিয়ে বিরাটও। (ছবি:টুইটার)
2 / 8
২০১৯ সালের পর থেকে কোহলির ব্যাটে টেস্ট শতরান নেই। নাগপুরেই অপেক্ষার অবসান ঘটাবেন প্রাক্তন অধিনায়ক? (ছবি:টুইটার)