India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজের জন্য গব্বরের পল্টনের প্রস্তুতি শুরু

কলম্বোয় কোয়ারান্টিন পর্ব কাটিয়ে মাঠে নেমে পড়লেন শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan)। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন সারলেন ভারতীয় ক্রিকেটাররা। ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে সীমিত ওভারের সিরিজ। শিখর ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka) প্রথমে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত (India)। তারপর আরও তিনটি টি-২০ ম্যাচ খেলে দেশে ফিরবেন ভুবনেশ্বর কুমাররা (Bhuvneshwar Kumar)।

| Edited By: | Updated on: Jul 03, 2021 | 6:17 AM
প্রথম দিনের প্রস্তুতিতে আলোচনায় মগ্ন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক শিখর ধাওয়ান। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

প্রথম দিনের প্রস্তুতিতে আলোচনায় মগ্ন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক শিখর ধাওয়ান। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

1 / 7
এই সিরিজে কারা নিজেদের জায়গা পাকা করে নিতে মরিয়া সকলেই।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

এই সিরিজে কারা নিজেদের জায়গা পাকা করে নিতে মরিয়া সকলেই।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

2 / 7
প্রথম দিন ফিজিক্যাল ট্রেনিং সারলেন ক্রুণাল পান্ডিয়ারা।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

প্রথম দিন ফিজিক্যাল ট্রেনিং সারলেন ক্রুণাল পান্ডিয়ারা।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

3 / 7
দল নির্বাচনের সময় ক্যাপ্টেন ধাওয়ান কাকে ছেড়ে কাকে রাখবেন তে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। (সৌজন্যে-ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্সটাগ্রাম)

দল নির্বাচনের সময় ক্যাপ্টেন ধাওয়ান কাকে ছেড়ে কাকে রাখবেন তে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। (সৌজন্যে-ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্সটাগ্রাম)

4 / 7
আইপিএল থেকে উঠে আসা তরুণদের কাছে এই সুযোগ কার্যত সোনায় সোহাগা।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

আইপিএল থেকে উঠে আসা তরুণদের কাছে এই সুযোগ কার্যত সোনায় সোহাগা।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

5 / 7
অনুশীলনে ব্যস্ত পৃথ্বী-শিখররা।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

অনুশীলনে ব্যস্ত পৃথ্বী-শিখররা।(সৌজন্যে-বিসিসিআই টুইটার)

6 / 7
এই সিরিজে ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের। (সৌজন্যে-ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্সটাগ্রাম)

এই সিরিজে ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের। (সৌজন্যে-ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্সটাগ্রাম)

7 / 7
Follow Us: