India vs England 2021: হেডিংলিতে অনুশীলনে মত্ত কোহলি-পন্থরা

অপেক্ষা মাত্র একদিনের। লর্ডস টেস্টের (Lord's Test) পর লিডস টেস্ট শুরু হতে চলেছে ২৫ অগস্ট, বুধবার। রুটদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রস্তুতির জন্য হেডিংলি স্টেডিয়ামে (Headingley Stadium) নেমে পড়েছেন রোহিত-রাহানেরা। টিম ইন্ডিয়ার প্রথম দিনের অনুশীলনের ছবি পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। দেখুন কেএল রাহুলদের অনুশীলনের কিছু ছবি...

| Edited By: | Updated on: Aug 23, 2021 | 1:05 PM
ব্যাট হাতে নেট প্র্যাক্টিসে ব্যাস্ত ক্যাপ্টেন কোহলি। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

ব্যাট হাতে নেট প্র্যাক্টিসে ব্যাস্ত ক্যাপ্টেন কোহলি। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

1 / 6
হেডিংলি স্টেডিয়ামে শারীরিক কসরত করলেন রোহিত শর্মা। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

হেডিংলি স্টেডিয়ামে শারীরিক কসরত করলেন রোহিত শর্মা। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

2 / 6
চলল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের কিপিংয়ের মহড়াও। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

চলল ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের কিপিংয়ের মহড়াও। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

3 / 6
৪. বল হাতে দেখা গেল ইশান্ত শর্মা, মহম্মদ সামিদেরও। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

৪. বল হাতে দেখা গেল ইশান্ত শর্মা, মহম্মদ সামিদেরও। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

4 / 6
লর্ডসের পর লিডসে লোকেশ রাহুলের ব্যাট থেকে আসবে সেঞ্চুরি? তা সময়ই বলবে। এখন ভারতের ওপেনারের নজর অনুশীলনে। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

লর্ডসের পর লিডসে লোকেশ রাহুলের ব্যাট থেকে আসবে সেঞ্চুরি? তা সময়ই বলবে। এখন ভারতের ওপেনারের নজর অনুশীলনে। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

5 / 6
রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনকেও দেখা গিয়েছে নেটে বোলিং করতে। ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে অশ্বিন তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে থাকেন কিনা সেদিকে। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনকেও দেখা গিয়েছে নেটে বোলিং করতে। ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে অশ্বিন তৃতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে থাকেন কিনা সেদিকে। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

6 / 6
Follow Us: