চলতি কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) থেকে ভারতকে একের পর এক পদক দিয়ে চলেছেন ভারতীয় ভারোত্তোলকরা। মীরাবাঈ চানু, বিন্দিয়ারানি দেবীর পর মহিলাদের ভারোত্তোলনে দেশকে পদক এনে দিলেন হরজিন্দর কৌর (Harjinder Kaur)। ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ অর্জন করে দেশকে নবম পদক এনে দিয়েছেন হরজিন্দর। (ছবি-পিটিআই)
ভারোত্তোলনে মহিলাদের ৭১ কেজি বিভাগে স্ন্যাচে প্রথম বারের প্রচেষ্টায় হরজিন্দর ৯০ কেজি তুলতে পারেননি। এরপর দ্বিতীয় বার তিনি তোলেন ৯০ কেজি। এবং তৃতীয় বারের প্রয়াসে তোলেন ৯৩ কেজি। (ছবি-পিটিআই)
এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম বারের প্রচেষ্টায় হরজিন্দর তোলেন ১১৩ কেজি। দ্বিতীয় বারে তিনি তুলে নেন ১১৬ কেজি। এবং তৃতীয় বারের প্রচেষ্টায় তোলেন সব থেকে বেশি, ১১৯ কেজি। (ছবি-পিটিআই)
তবে হরজিন্দরের ভাগ্য সঙ্গ না দিলে পোডিয়াম ফিনিশ করা হত না তাঁর। নাইজেরিয়ার জয় এজ়ে হয়তো নিয়ে যেতেন ব্রোঞ্জ পদক। তবে এজ়ে ক্লিন অ্যান্ড জার্কের তিন বারের প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পরই পদক নিশ্চিত হয় হরজিন্দরের। (ছবি-পিটিআই)
যার ফলে স্ন্যাচে সেরা ৯৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে সেরা ১১৯ কেজি অর্থাৎ মোট ২১২ কেজি তুলে ব্রোঞ্জ অর্জন করেন হরজিন্দর কৌর। (ছবি-পিটিআই)