Potato Farming: আলু বীজের দাম কমাতে উদ্যোগ কৃষি দফতরের! অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 18, 2021 | 7:55 PM

Hooghly: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েছে আলু চাষ। আর এর মধ্যে কয়েকজন অসাধু ব্যবসায়ী শুরু করেছে কালোবাজারি।

1 / 5
চড়া দামে বিক্রি হচ্ছে আলু বীজ। চাষিদের থেকে অভিযোগ পেয়ে হাতে নাতে ধরলেন কৃষি দফতরের আধিকারীকরা।ব্যবস্থা করলেন টাকা ফেরতের।

চড়া দামে বিক্রি হচ্ছে আলু বীজ। চাষিদের থেকে অভিযোগ পেয়ে হাতে নাতে ধরলেন কৃষি দফতরের আধিকারীকরা।ব্যবস্থা করলেন টাকা ফেরতের।

2 / 5
চাঁপাডাঙা তারকেশ্বর এলাকায় আলু বীজের বড় কারবার চলে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েছে আলু চাষ। মরসুমের শেষ দিকে নতুন করে আলু বীজের চাহিদা তৈরি হয়েছে। আর সেই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা আলু বীজের দাম চড়িয়ে দিয়েছে। চাষীদের থেকে অভিযোগ পেয়ে হাতে নাতে ধরলেন কৃষি দফতরের আধিকারীকরা,ব্যবস্থা করলেন টাকা ফেরতের।

চাঁপাডাঙা তারকেশ্বর এলাকায় আলু বীজের বড় কারবার চলে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েছে আলু চাষ। মরসুমের শেষ দিকে নতুন করে আলু বীজের চাহিদা তৈরি হয়েছে। আর সেই সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা আলু বীজের দাম চড়িয়ে দিয়েছে। চাষীদের থেকে অভিযোগ পেয়ে হাতে নাতে ধরলেন কৃষি দফতরের আধিকারীকরা,ব্যবস্থা করলেন টাকা ফেরতের।

3 / 5
জাওয়াদের ফলে নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বহু জমির আলু বীজ। চাষীদের নতুন করে আবার আলু বসানোর কথা ভাবতে হয়েছে। তাই আলু চাষের মরসুমের শেষ লগ্নে এসে হঠাৎ করে বীজের চাহিদা দেখা দিয়েছে। শুধু হুগলি না পরশি জেলা বর্ধমান বাঁকুড়া থেকেও চাষীরা চাঁপাডাঙা তারকেশ্বরে এসে বীজ কিনে নিয়ে যাচ্ছেন। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। পুরশুড়ার চাষী ঝন্টু দলুই কৃষি দফতরে অভিযোগ করেন তার থেকে পঞ্চাশ কেজির বস্তা আলু বীজের দাম চার হাজার টাকা নেওয়া হয়েছে। জাওয়াদের আগে যে বীজ আঠেরোশো থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে এখন সেটাই তিন চার হাজার টাকা।

জাওয়াদের ফলে নিম্নচাপের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বহু জমির আলু বীজ। চাষীদের নতুন করে আবার আলু বসানোর কথা ভাবতে হয়েছে। তাই আলু চাষের মরসুমের শেষ লগ্নে এসে হঠাৎ করে বীজের চাহিদা দেখা দিয়েছে। শুধু হুগলি না পরশি জেলা বর্ধমান বাঁকুড়া থেকেও চাষীরা চাঁপাডাঙা তারকেশ্বরে এসে বীজ কিনে নিয়ে যাচ্ছেন। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। পুরশুড়ার চাষী ঝন্টু দলুই কৃষি দফতরে অভিযোগ করেন তার থেকে পঞ্চাশ কেজির বস্তা আলু বীজের দাম চার হাজার টাকা নেওয়া হয়েছে। জাওয়াদের আগে যে বীজ আঠেরোশো থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে এখন সেটাই তিন চার হাজার টাকা।

4 / 5
অভিযোগ পেয়ে আজ জেলা কৃষি দফতরের উপ কৃষি অধিকর্তা জয়ন্ত পাড়ুই,মহকুমা ও ব্লক কৃষি আধিকারীকদের নিয়ে আলু বীজ ব্যবসায়ীদের গোডাউনে অভিযান চালান। সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী। কৃষি কর্মাধ্যক্ষ বলেন,বীজের কালোবাজারি করছে কিছু অসাধু ব্যবসায়ী এমন অভিযোগ পাই আমরা। চাঁপাডাঙার ব্যবসায়ী প্রসেনজিৎ সামন্ত পুরশুড়ার এক চাষীর থেকে বেশি দাম নিয়েছেন। সেই বিল রয়েছে আমাদের কাছে। ওই ব্যবসায়ীকে বারতি টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে না হলে তার বীজ ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে।

অভিযোগ পেয়ে আজ জেলা কৃষি দফতরের উপ কৃষি অধিকর্তা জয়ন্ত পাড়ুই,মহকুমা ও ব্লক কৃষি আধিকারীকদের নিয়ে আলু বীজ ব্যবসায়ীদের গোডাউনে অভিযান চালান। সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী। কৃষি কর্মাধ্যক্ষ বলেন,বীজের কালোবাজারি করছে কিছু অসাধু ব্যবসায়ী এমন অভিযোগ পাই আমরা। চাঁপাডাঙার ব্যবসায়ী প্রসেনজিৎ সামন্ত পুরশুড়ার এক চাষীর থেকে বেশি দাম নিয়েছেন। সেই বিল রয়েছে আমাদের কাছে। ওই ব্যবসায়ীকে বারতি টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে না হলে তার বীজ ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে।

5 / 5
প্রাকৃতিক দূর্যোগে দিশাহারা চাষি। যে কোনও উপায়ে আলু চাষ করতে হবে তাতে খরচ বাড়লেও। সেই সুযোগে কালোবাজারি যাতে না হয় তার জন্য নজরদারী চলবে বলে জানান মনোজ চক্রবর্তী।

প্রাকৃতিক দূর্যোগে দিশাহারা চাষি। যে কোনও উপায়ে আলু চাষ করতে হবে তাতে খরচ বাড়লেও। সেই সুযোগে কালোবাজারি যাতে না হয় তার জন্য নজরদারী চলবে বলে জানান মনোজ চক্রবর্তী।

Next Photo Gallery