বড়দিনে একান্তে ছুটি কাটাতে রাজস্থান চলে গিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তাঁরা। ভালবাসায় ভরা সেই সব ছবি দেখলে মনে বসন্ত খেলে যেতে পারে আপনারও।
রাজস্থান বালি জেলায় ছিলেন তাঁরা। চিরকালই অফবিট জায়গাই যে পছন্দ তাঁদের। যদিও নতুন বছরে আবারও মুম্বই ফিরে এসেছেন তাঁরা।
তবে এই কয়টা দিন যেন তাঁদের কাছে ছিল 'এসকেপ রুট'। রাজস্থান তাঁদের কাছে বরাবরই স্পেশ্যাল। রাজস্থানেই বিয়ে সেরেছিলেন ভিকি ও ক্যাটরিনা। ২০২১ সালে বিয়ে হয়েছিল তাঁদের।
প্রথম থেকেই ক্যাটরিনা ও ভিকির প্রেম নিয়ে চলেছিল জোর চর্চা। অনেকেই দাবি করেছিলেন তাঁদের বিয়ে বুঝি টিকবে না।
তবে সেই সমস্ত দাবিকে নস্যাৎ করে একে অপরের কাছে আছেন ওঁরা। আছেন ভালবাসায়।