নেপাল- বিমানে সময় লাগে মাত্র ২ ঘণ্টা। ভারতের সবচেয়ে নিকটতম গন্তব্য। সবচেয়ে সস্তায় আন্তর্জাতিক ভ্রমণগুলির মধ্যে অন্যতম। তুষারঢাকা হিমালয়ের রোমাঞ্চকর দৃশ্য ও সবুজ জঙ্গলের মনোমুগ্ধকর দৃশ্য নেপাল ভ্রমণ অনেক আরামদায়ক।
মালদ্বীপ- ফ্লাইটে সময় লাগে মাত্র ৪ ঘণ্টা। অসাধারণ সামুদ্রিক জীববৈচিত্রে ঘেরা মালদ্বীপ ভ্রমণের ইচ্ছে অনেকেরই। বিশ্বের সবচেয়ে পছন্দের গন্তব্যস্থলগুলির মধ্যে অন্যতম এই মালদ্বীপ আসলে সেলেব্রিটিদের ছুটি কাটানোর আদর্শ জায়গা।
দুবাই- বিমান সময় লাগে মাত্র ৩ ঘণ্টা ৩৫ মিনিট। লাস ভেগাসের মত এই বিলাসবহুল দেশে রয়েছে মরুভূমি সাফারি, পার্সোনাল দ্বীপ, নামী-দামি রেস্তোরাঁ। বিশ্বের বিখ্যাত বিলাসবহুল হোটেলও রয়েছে এখানে।
সিঙ্গাপুর- বিমানে সময় লাগে মাত্র ৪ ঘণ্টা ৩০ মিনিট। সারা বিশ্ব থেকে অ্যাডভেঞ্চার প্রেমী, বিলাসিতা সন্ধানকারী, ফটোগ্রাফার, ব্যাকপ্যাকার, শিল্পীদের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল হল, সিঙ্গাপুর। কম খরচে আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করলে সিঙ্গাপুর হল আদর্শ।
ওমান- ফ্লাইটে সময় লাগে মাত্র ৩ ঘণ্টা ১৫ মিনিট। বিচিত্র ও আকর্ষণীয় বাড়ি চোখে পড়বে এখানে। ওমানের সালতানাত পর্যটকদের কাছে জনপ্রিয়। নির্জন, আন্তর্জাতিক মানের রিসর্ট, মিসফাত আল আব্রেইন সহ ঐতিহ্যবাহী পাহাড়ী গ্রাম, জেবেলে হাইকিং, সৈকত, প্রাসাদ, মাস্কাটের জাদুঘর দেখতে মিস করবেন না।
সেশেলস- বিমানে সময় লাগে মাত্র ৪ ঘণ্টা ৩০ মিনিটে। মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর, সুন্দর সৈকত,প্রকৃতির বুকে একান্তে ছুটি কাটানোর মত এমন সুন্দর জায়গা সারা বিশ্বে খুব কমই রয়েছে। এই আকর্ষণীয় স্থানে সারা বিশ্ব থেকেই পর্যটকরা ভিড় করেন। বৃহত্তম দ্বীপ মাহে ভ্রমণ একেবারেই মিস করবেন না।
থাইল্যান্ড- ফ্লাইটে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা। থাইল্যান্ড পর্যটকদের হটস্পট। দক্ষিণ-পূর্ব এশীয়ক প্রকৃতির প্রাচুর্য, অভিজ্ঞতা পর্যটকদের স্বর্গীয় অনুভূতি জাগায়। প্রতিবছর বিদেশিদের মধ্যে ভারতীয় পর্যটকদের ভিড় বেশ নজরকাড়া।