iPhone 14 Max ফোনের দাম ভারতে কত হতে পারে? কেমন দেখতে হবে এই ফোন, আর কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা রয়েছে
TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
May 15, 2022 | 11:45 PM
iPhone 14 Max: চলতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে 'মিনি' মডেলের পরিবর্তে 'ম্যাক্স' মডেল লঞ্চ করতে পারে অ্যাপেল কর্তৃপক্ষ।
1 / 6
আইফোন ১৩ সিরিজ লঞ্চের পর থেকেই আইফোন ১৪ সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য বাজারে ঘুরছে। এই স্মার্টফোন সিরিজে মোট চারটি মডেল থাকতে পারে বলে শোনা গিয়েছে। তার মধ্যে অন্যতম আইফোন ১৪ ম্যাক্স। মূলত 'মিনি' মডেলের পরিবর্তে আইফোন ১৪ সিরিজে 'ম্যাক্স' মডেল অ্যাপেল কর্তৃপক্ষ লঞ্চ করতে চলেছে বলে শোনা গিয়েছে।
2 / 6
আইফোন ১৪ ম্যাক্স ফোন ভারতেও লঞ্চ হবে। এখানে অ্যাপেলের এই ফোনের দাম কত হতে পারে, কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে, সেই প্রসঙ্গেও বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। তবে এর কোনওটিই অ্যাপেল কর্তৃপক্ষ ঘোষণা করেননি।
3 / 6
এক টিপস্টারের দাবি আইফোন ১৪ ম্যাক্স ফোনের দাম ৭০ হাজার টাকার আশপাশে হবে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই দাম হলেও, উচ্চ আমদানি শুল্ক এবং জিএসটি'র কারণে ভারতে আইফোন ১৪ ম্যাক্স মডেলের দাম আর একটু বেশি হতেও পারে।
4 / 6
আইফোন ১৪ প্রো মডেলের ডিজাইনে অ্যাপেল কর্তৃপক্ষ কিছু বদল আনতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্সের ডিজাইনের সঙ্গে আইফোন ১৩- র মিল থাকবে বলেই মনে করা হচ্ছে। আইফোন ১৩ সিরিজের মতোই একাধিক নজরকাড়া রঙে আইফোন ১৪ ম্যাক্স লঞ্চ হতে পারে বলেও শোনা গিয়েছে।
5 / 6
ব্যাটারির দিক থেকে আইফোন ১৩ সিরিজের তুলনায় আইফোন ১৪ সিরিজের মডেল আইফোন ১৪ ম্যাক্সে আধুনিক ব্যাটারি ও প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনে একবার চার্জ দিলে সারাদিন ব্যাটারি লাইফ বজায় থাকবে বলেই শোনা গিয়েছে।
6 / 6
ক্যামেরার ফিচারের দিক থেকেও আইফোন ১৩ সিরিজের সঙ্গে মিল থাকবে আইফোন ১৪ ম্যাক্স মডেলের। রেয়ার প্যানেলে দুটো এবং ফোনের ডিসপ্লেতে একটি ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। কম আলোয় ভাল ছবি তোলার ফিচারও থাকতে পারে এই ফোনে।