IPL 2021 Points Table: গুরু-শিষ্যের লড়াইয়ের আগে জেনে নিন লিগ তালিকায় কোন দল কোথায় রয়েছে

আজ, সোমবার আইপিএলের (IPL) ৫০ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের এক নম্বর ও দু'নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। গুরু-শিষ্যের লড়াইয়ে প্রথম পর্বে শিষ্যের কাছে হেরেছিল গুরু। মরুশহরে কি পন্থের দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে ধোনির সিএসকে? নজর থাকবে সেদিকে। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৪৯টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৪৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...

| Edited By: | Updated on: Oct 04, 2021 | 8:55 AM
লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করে গিয়েছে। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +০.৮২৯। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করে গিয়েছে। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +০.৮২৯। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
 পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত আবেশ খানদেরও। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৫১। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত আবেশ খানদেরও। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৫১। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতকাল পঞ্জাবকে হারিয়ে প্লে অফ পাকা করে ফেলেছেন ম্যাক্সিরা। আরসিবির নেট রান রেট -০.১৫৭। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতকাল পঞ্জাবকে হারিয়ে প্লে অফ পাকা করে ফেলেছেন ম্যাক্সিরা। আরসিবির নেট রান রেট -০.১৫৭। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
লিগ টেবলের চতুর্থ স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের চতুর্থ স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৪১। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৪১। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: