লিগ টেবলের শীর্ষস্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছেন শ্রেয়স আইয়ারা। হার ৩ ম্যাচে। দিল্লির নেট রান রেট +০.৫২৬। এবং, পয়েন্ট - ২০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন জাড্ডুরা। সিএসকের নেট রান রেট +০.৭৩৯। তাদের পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
লিগ তালিকার তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু'নম্বরে উঠতে পারল না হার্ষালরা। আরসিবির নেট রান রেট -০.১৫৯। ম্যাক্সওয়েলেদের পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
পয়েন্ট টেবলের চতুর্থ স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাদের নেট রান রেট -০.০৪৮। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)