Bangla News Photo gallery IPL Points Table 2021 Standings ranking after Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad in Bengali 6th October 2021
IPL 2021 Points Table: লিগ টেবলের দু’নম্বরে ওঠা হল না আরসিবির
বুধবার আইপিএলের (IPL) ৫২ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ওই ম্যাচে শেষ ওভারের থ্রিলারে ৪ রানে জয়ী হয় হায়দরাবাদ। লিগ টেবলের লাস্ট বয়রাও চমকে দিতে পারেন একথা মনে হয় ভাবতে পারেনি ব্যাঙ্গালোর শিবির। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৫২টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৫২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...