অরেঞ্জ ক্যাপের মালিক এখন মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ (Ishan Kishan)। প্রথম ম্যাচে পন্থের দিল্লির বিরুদ্ধে ৮১ রানে নট আউট থেকে ঝকঝকে ইনিংস খেলেন ঈশান। কিন্তু সেই ম্যাচে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে। দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৫৪ রান করেন ঈশান। দল হারলেও ২ ম্যাচ মিলিয়ে ১৩৫ রান করার সুবাদে তাঁর মাথায় উঠেছে অরেঞ্জ ক্যাপ। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। শনিবার বিকেলে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন বাটলার। এটাই এ বারের আইপিএলের প্রথম সেঞ্চুরি। ২ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ১৩৫ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
কমলা টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন নাইট তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৩টি ম্যাচে খেলে তিনি মোট ৯৫ রান করেছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি (Faf du Plessis) ২ টি ম্যাচে ৯৩ রান করে কমলা টুপির দৌড়ে শীর্ষে রয়েছেন। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে যায় আরসিবি। আর বুধবার হওয়া আরসিবির দ্বিতীয় ম্যাচে কেকেআরকে ৩ উইকেটে হারিয়েছেন দু'প্লেসিরা। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন রাজস্থান রয়্যালেসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি এখনও অবধি আইপিএল-১৫-র ২ টি ম্যাচে খেলে ৮৫ রান করেছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)