অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান বর্তমানে ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার (Jos Buttler)। মঙ্গলবার আরসিবির বিরুদ্ধে রাজস্থান হারলেও ৪৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে যান বাটলার। এখনও অবধি ৩ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২০৫৫ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ (Ishan Kishan)। কেকেআরের বিরুদ্ধে বুধবার রাতে মাত্র ১৪ রান জোগাড় করেছেন ঈশান। প্রথম ম্যাচে পন্থের দিল্লির বিরুদ্ধে ৮১ রানে নট আউট থেকে ঝকঝকে ইনিংস খেলেছিলেন ঈশান। কিন্তু সেই ম্যাচে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে। দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৫৪ রান করেন ঈশান। দলের হারের হ্যাটট্রিক হলেও ৩ ম্যাচ মিলিয়ে ১৪৯ রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ দু'প্লেসি (Faf Du Plessis)। এখনও পর্যন্ত আইপিএল-১৫-র তিনটি ম্যাচে ১২২ রান করেছেন তিনি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলন ভার্মা (Tilak Varma)। মুম্বইয়ের হারের হ্যাটট্রিক হলেও ৩ ম্যাচে ১২১ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন তিলক। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
কলকাতা বনাম মুম্বই ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডা (Deepak Hooda)। এ বারের আইপিএলে এখনও অবধি হুডা নতুন দল লখনউয়ের হয়ে তিনটি ম্যাচে খেলেছেন এবং তিনি এই তিন ম্যাচ মিলিয়ে মোট ১১৯ রান করেছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)