রবিরাতে রাজস্থান বনাম লখনউ ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি ৪ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২১৮ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
রবিরাতে রাজস্থানের বিরুদ্ধে ৩৯ রান করে কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে উঠে এসেছেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক (Quinton De Kock)। এখনও অবধি আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১৮৮ রান করেছেন এই প্রোটিয়া তারকা ক্রিকেটার। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে নেমে গিয়েছেন গুজরাত টাইটান্সের শুভমন গিল (Shubman Gill)। এখনও অবধি ৩টি ম্যাচে খেলেছেন গিল। তাতে গিলের ঝুলিতে এসেছে মোট ১৮০ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
কমলা টুপির লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ (Ishan Kishan)। শনিবার আরসিবির বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ২৬ রান। এখনও অবধি যে চারটি ম্যাচে খেলেছে মুম্বই, তাতেই হেরেছে। তবে ৪ম্যাচ মিলিয়ে ১৭৫ রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন ঈশান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। রবিবার লখনউয়ের বিরুদ্ধে হেটমায়ারের ব্যাট থেকে এসেছে ৫৯ রান। এখনও অবধি ৪টি আইপিএলের ম্যাচে খেলে হেটমায়ার করেছেন ১৬৮ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)