Danielle Wyatt: অর্জুনের সঙ্গে ডেট, ইনিই কি সচিনের হবু পুত্রবধূ?
ইংল্যান্ডের মহিলা দলের ওপেনার ড্যানিয়েল ওয়েট। ড্যানিয়েল ভারতে বেশ জনপ্রিয়। এর কারণ হল বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপে খেলেছেন ড্যানিয়েল। যেখানে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ইংরেজরা।

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

5 / 7

6 / 7

7 / 7

রবিবাসরীয় ম্যাচে ক্যাপ্টেন রোহিতের সামনে সচিনকে ছাপিয়ে যাওয়ার হাতছানি

পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরির মালিক হয়েছেন কোন ক্রিকেটাররা?

দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?

রাস্তায় এই ৩ খাবার দেখলেই গা-গরম হয়ে যায় 'হিটম্যান' রোহিত শর্মার

প্রিয়া সরোজ কে? যাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিঙ্কু সিং