Shocking: সত্যি বিবাহবিচ্ছেদ হচ্ছে রণবীর-দীপিকার! মুখ খুললেন সুপারস্টার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 05, 2022 | 8:18 AM

Bollywood Jodi: বর্তমানে এই জুটি কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ জুটি বললেও খুব ভুল হবে না।

1 / 5
সম্পর্ক নিয়ে একাধিকবার জেরবার হতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর অতীতের বিচ্ছেদের খবর। রণবীর কাপুরের সঙ্গে তাঁর ব্রেকআপ ঠিক কোন পর্যায় নিয়ে গিয়েছিল তাঁকে, তা সকলেরই জানা।

সম্পর্ক নিয়ে একাধিকবার জেরবার হতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর অতীতের বিচ্ছেদের খবর। রণবীর কাপুরের সঙ্গে তাঁর ব্রেকআপ ঠিক কোন পর্যায় নিয়ে গিয়েছিল তাঁকে, তা সকলেরই জানা।

2 / 5
এবারও তার ব্যতিক্রম না ঘটে বিবাহ বিচ্ছেদের পথেই কী হাঁটছেন জুটি! সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে বি-টাউনে। খবর রণবীরের কান পর্যন্তও পৌঁছে যায়। সেই মর্মেই এবার মুখ খোলেন রণবীর কাপুর।

এবারও তার ব্যতিক্রম না ঘটে বিবাহ বিচ্ছেদের পথেই কী হাঁটছেন জুটি! সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে বি-টাউনে। খবর রণবীরের কান পর্যন্তও পৌঁছে যায়। সেই মর্মেই এবার মুখ খোলেন রণবীর কাপুর।

3 / 5
সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি অতীতেই দীপিকা তাঁর জীবনের সবকিছু। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নেওয়া হোক বা একান্তে সাক্ষাৎকার, রণবীর এই বিষয় ভীষণ স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। তাঁর কথায় দীপিকা তাঁর জন্য সব।

সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি অতীতেই দীপিকা তাঁর জীবনের সবকিছু। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নেওয়া হোক বা একান্তে সাক্ষাৎকার, রণবীর এই বিষয় ভীষণ স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। তাঁর কথায় দীপিকা তাঁর জন্য সব।

4 / 5
তাই এবারও গুজবে জল ঢেলে রণবীর সিং জানিয়ে দিলেন এমন কিছুই ঘটছে না। তাঁর জীবনে দীপিকা রানী। সত্যি তিনি দীপিকাকে ঠিক সেইভাবেই রাখতে পছন্দ করেন। ফলে তা দর্শকদের অজানা নয়। ফলে এই গুজব খুব বেশিক্ষণ স্থায়ী হল না সিনে পাড়ায়।

তাই এবারও গুজবে জল ঢেলে রণবীর সিং জানিয়ে দিলেন এমন কিছুই ঘটছে না। তাঁর জীবনে দীপিকা রানী। সত্যি তিনি দীপিকাকে ঠিক সেইভাবেই রাখতে পছন্দ করেন। ফলে তা দর্শকদের অজানা নয়। ফলে এই গুজব খুব বেশিক্ষণ স্থায়ী হল না সিনে পাড়ায়।

5 / 5
বর্তমানে এই জুটি কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ জুটি বললেও খুব ভুল হবে না। একের পর এক বড় প্রজেক্ট তাঁদের হাতে। ফলে দুজনেই এখন বেশ ব্যস্ত, তাই সন্তান নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি জুটি।

বর্তমানে এই জুটি কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ জুটি বললেও খুব ভুল হবে না। একের পর এক বড় প্রজেক্ট তাঁদের হাতে। ফলে দুজনেই এখন বেশ ব্যস্ত, তাই সন্তান নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি জুটি।

Next Photo Gallery